সেই জানুয়ারির মাঝামাঝিতে ক্লাস শেষ করেও এখনো পরীক্ষা দিতে পারলাম না আমাদের বিবিধ ছাত্ররাজনৈতিক এবং তাদের রাজনীতির কারনে।তো অলস সময়ে কি করা যায় ভাবতে ভাবতেই মনে হল এক কাজ করি। ব্লগ সাইট গুলো ঘুরাঘুরি করি।মানুষের মতামত শুনতে ভালই লাগে আমার। চলে এয়াম এখানে।গত কয়েকদিন ধরে ছাত্ররাজনীতির উপরে ব্লগ গুলো পড়া শুরু করলাম।পড়তে পড়তে আমার উপলব্ধির কথা বলি-
সবাই বলে,খুনাখুনির ছাত্র রাজনীতি বন্ধ হোক।ভালো কথা।এটা আমিও চাই।কিন্তু কিভাবে? যথারীতি কাদা ছোঁড়াছুঁড়ি হয় শিবির এবং ছাত্রলীগের রাজনীতি নিয়ে,কে ভালো,কে খারাপ,আরো অনেক কিছু।গতকাল শিবির রাবিতে খুন করায় আমাদের রুয়েট ও বন্ধ হয়ে গেল।তখন রুয়েট এর এক শিবির কর্মী(আমার ক্লাসমেট) কে বললাম,"বন্ধু,এটা কি হল?" জবাব এল,"ছাত্রলীগের বাড়াবাড়ির জবাব।"তাদের মতে এটা "হত্যার বদলে হত্যা",সাথে আরো কিছু ফ্রি উপদেশ পেলাম কেন ছাত্রলীগ খারাপ,কেন শিবির ভালো।কেন তারা যা করছে তা ঠিক ই আছে।"তারা আল্লাহর পথে আছে", এ কথাটি বোধহয় দেশের সবাই শিবির কর্মীদের কাছে শুনেছেন।এছাড়া জামায়াত শিবির দেশে ইসলামী শাসন কায়েম করতে চায় এটাও সবার জানা।
তো এবার কিছু প্রশ্ন,যা অনেক ঘনিষ্ঠজনের কাছে করে বকা খেয়েছি,অপরিচিত কারো কাছে করার সাহস পাইনি-
১)হত্যার বদলে হত্যা, এই ধারনাটা কি ইসলাম সমর্থন করে,করলে কোন আয়াতে বা হাদিসে তা উল্লেখ আছে?
২) জামায়াতের উদ্দেশ্য দেশে ইসলামী শাসন কায়েম, কিন্তু ইসলাম কি একজন নিজামীর মত নেতাকে(তিনি কি করেছেন/করেন নি এই তর্ক দয়া করে করবেন না,তিনি কি করেছে তা প্রমান না হলেও সবাই জানি) সহযোগীতা করার ব্যাপারে কোনো সমর্থন বা অসমর্থন মুলক কোনোকথা বলেছে?
৩) জামায়াতের কাছে নেতা বড় না নীতি বড়?তারা বিতর্কিত নেতাদের বহিস্কার করলেই তো মানুষের অনেক বিতর্ক থেমে যায়।ইসলামীক শাসন ভালো এ নিয়ে তো কন তর্ক হয় না,শাসন কায়েম করবে যে মানুষ গুলো,তাদের নিয়েই তো যত তর্ক, বিতর্ক।
এটুকু পড়েই অনেকে আমাকে লীগের চাকর/এমন কিছু ভাবতে পারেন,তাদের বলি,আমি নিতান্তই সাধারন মানুষ,রাজনীতি থেকে দূরে থাকাই আমার ইচ্ছা। ছাত্রলীগ বা ছাত্রদল এরা খুনাখুনি কম করে না,এরা খুব ভালো এমন ও না,হয়ত শিবিরের থেকে খারাপ ই।কিন্তু এরা খুন করে ধর্মের দোহাই দেয় না।দয়া করে এসব নোংরা রাজনীতির মাঝে ইসলাম নামের পবিত্র কথাটিকে টেনে না আনলে কি হয় না?ইসলাম মানে তো শান্তি,তাই নয় কি?
ব্লগে এটাই আমার প্রথম পোস্ট,গুছিয়ে লিখতে পারিনি সেভাবে,ক্ষমা করবেন,আর কাউকে(কোনো ব্যাক্তি বা গোষ্ঠি) আঘাত করতে চাই নি,দয়ে করে রাগ করবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





