ছোট বেলায় আমার ভয়ডর অনেক কম ছিল। বিশেষত ভুতের ভয়। আধো আলো আধো অন্ধকারে এখন যতটা ভয় পাই তখন এতটা পেতাম না। গ্রামের বাড়িতে যেয়ে মাঝরাতে আলো ছাড়া বাইরে বের হয়ে যাওয়ার অনেক রেকর্ড আছে (এবং এ নিয়ে মার খাওয়ার ও আছে)। নিজের ভয়ডর কম এবং খুব ই দুরন্ত হবার কারনেই বোধ হয় মানুষকে ভয় দেখিয়ে খুব মজা পেতাম আমি। অনেককেই ভয় দেখিয়েছি কিন্তু তার মাঝে একটা ঘটনা মনে পড়লে আমার নিজের ই এখন অনুতাপ হয়।
তখন ক্লাস থ্রি অথবা ফোর এ পড়ি, নানাবাড়ি গিয়েছি বেড়াতে। সেখানে এক আন্টিও (আমার মামীর ছোট বোন) এসেছেন, আন্টির আবার ভুতের খুব ভয়। আমি যেহেতু ছোট এবং আন্টি একা থাকতে ভয় পাবেন, তাই ঠিক হল আমি থাকব আন্টির সাথে। ভাল কথা, প্রথম ২/৩ দিন ভালই গেল। সে সময় রহস্য পত্রিকায় একটা গল্প পড়েছিলাম কাটাহাত নামে। আমি আন্টির সাথে গল্প করতে করতে একদিন কাটাহাত গল্পটার কথা বললাম। এত ভয়ের গল্প, আর আন্টি কিনা বলল মোটেও ভয়ের না, ফালতু গল্প!
গেলাম রেগে, ভাবলাম আজ রাতেই শোধ তুলব!
পরদিন আমার মুখ দেখে আন্টি কাছে ডেকে বুঝালেন অনেক্ষণ ধরে। আমি তো তখন বুঝার চেয়ে আব্বুর মার খাওয়ার ভয়ে বেশি ভীত। যখন বুঝলাম মারের ভয় নাই তখন মাফ টাফ চেয়ে শান্ত হলাম।
আরেকটু বড় হলে বুঝতে পারি যে কি অঘটন ঘটাতে যাচ্ছিলাম আমি। আন্টি আজ অনেক দূরে, দেখাও হয় না তার সাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





