কখনো দেখেছ কি নীল আকাশের কোলে কালো মেঘ খেলা করছে?
অথবা শান্ত সমুদ্রের বুকে ডুবে যাচ্ছে ত্রুটিহীন জাহাজ?
কখনো দেখেছ অমাবস্যার রাতে চাঁদনী আলো,
অথবা পূর্ণিমায় চারিদিক কালো?
কখনো দেখেছ জীবন্ত মানুষের কলিজাটা ছিঁড়ে খাচ্ছে কোনো ঘৃণ্য শকুন? অথবা তুচ্ছ কোন কারনে মানুষ মানুষকে করছে খুন?
দেখছ দেবতার অসহায়ত্ব?
অথবা মানুষের নির্মমতা?
শুনেছ কি অসহায় মায়ের কান্না?
অথবা পিশাচের হাসি?
অথবা গোষ্ঠীর জন্য জাতির বলিদান?
চেয়েছিলে কি কখনো,
অসহায় শিশুটিকে রাস্তা থেকে কোলে তুলে নিতে,
একটি বেলা খাবার দিয়ে মনুষ্যত্ব প্রকাশ করতে?
নাকি, তুমিও আমার দলে,
সব দেখে, সব শুনেও কিছুই হয়নি বলে
শুয়ে পড়ো মিথ্যে নিরাপত্তার জালে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





