বাংলাদেশে জাতীয় সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাদের সদস্যপদ চলে যাবে। তবে, সংবিধান সংশোধন সংক্রান্ত উপকমিটি এ সংক্রান্ত বিধি-বিধান পরিবর্তনের ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। এ বিষয়ে দি ডেইলি স্টারে আজকে আমার একটি লেখা ছাপা হয়েছে যার শিরোনাম "Floor crossing and expanding horizon of MPs":
Click This Link
ফ্লোর ক্রসিং শব্দটি মূলত এসেছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে যেখানে ট্রেজারি এবং অপজিশন বেন্চের সদস্যরা ফ্লোরের বিপরীত দিকে বসেন। নিজ সংসদীয় দলের বিপক্ষ দলকে সমর্থন করা থেকেই ফ্লোর অতিক্রম করার ব্যাপারটি এসেছে। ফ্লোর ক্রসিং প্রধানত: দুভাবে হতে পারে।
(১) বিপক্ষ দলে সরাসরি যোগ দিয়ে
অথবা
(২) কোন বিলে বিপক্ষ দলকে সমর্থন দানের মাধ্যমে
ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারে সম্ভবত: সবচেয়ে বিখ্যাত ব্যক্তি উইনস্টন চার্চিল। ব্রিটিশ পার্লামেন্টে এখনো ফ্লোর ক্রসিংয়ের ঘটনা ঘটে কেননা তাতে সদস্যদের নির্বাচনী আসন হারানোর ঝুকি নেই। টনি ব্লেয়ারের আমলে তার লেবার পার্টির আনা বিলের বিরূদ্ধে ভোট দিয়ে বিলকে আইনে পরিণত হওয়া ঠেকিয়ে দিয়েছিল নিজ দলীয় সংসদ সদস্যরা।
বাংলাদেশের সংবিধানে আর্টিকেল ৭০ এ ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারে সুস্পষ্ট বিধি-নিষেধ রয়েছে। কোন সংসদ সদস্য ফ্লোর ক্রস করলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এতে করে সংসদ সদস্যরা দলীয় লেজুড় বৃত্তিতে বাধ্য হচ্ছেন। আইনপ্রণেতা (Legislator) হিসেবে তাদের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন সংসদ সদস্যদের ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ করে দেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




