somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাংবাদিকদের জন্ডিস, দাওয়াই পেলেন ঢাকা মেডিকেলে!

২৫ শে জুলাই, ২০১২ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখক ইনকগনিটো-
"গত কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল হাসপাতালে সংঘটিত ঘটনাসমূহ সম্পর্কে মোটামুটি আপনারা সবাই জেনে থাকবেন। বিভিন্ন পত্র পত্রিকা কিংবা টিভি চ্যানেলগুলো থেকে কম রিপোর্ট করা হয়নি। দেশবাসীর কাছে তুলে ধরা হয়েছে, ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকদের প্রতি অভিযোগের রেখাচিত্র। দেশের একজন নাগরিক হিসেবে আপনার পূর্ণ অধিকার রয়েছে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাগুলো জানার। তবে অবশ্যই হলুদ কাগজে মোড়া রং চং মাখানো ঘটনা নয়, বরং পূর্ণাঙ্গ সত্য ঘটনা। এতদিন সাংবাদিকদের কাছ থেকে তো একপেশে বক্তব্যই শুনলেন, আসুন, এবার দেখে নিন, আসলে কি ঘটেছিলো এই কয়দিন। আসুন, দেখে নিন, আমাদের দেশের সাংবাদিকদের হলুদ সাংবাদিকতার কিছু নমুনা।

হলুদ সাংবাদিকতার প্রথম উদাহরণ (১৯শে জুলাই, ঢাকা মেডিকেল হাসপাতাল)
শিরোনাম- "বেয়াদব, লাত্থি মেরে হাসপাতাল থেকে বের করে দেবো"

খবর-"মেডিক্যাল সূত্র জানায়, ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আরিফুল হক চৌধুরী প্রথমে ঝিনাইদহ হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। সেখানে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহীদ হোসেনের তত্ত্বাবাধানে ভর্তি হন (সার্জারি ২১৪ নং ওয়ার্ড, ইউনিট-১ এর ৯ নং বেড)।"

প্রকৃত খবর- আমাদের রোগী আরিফুল হোক চৌধুরীকে রাজশাহী মেডিকেল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিলো ঢাকা মেডিকেলে নিয়ে আসার জন্য। কারন হিসেবে জানা যায়- রোগীর অসামাজিক অনিয়ন্ত্রিত আচরণ এবং চিকিৎসকদের প্রতি হম্বি তম্বি। তাছাড়া সড়ক দুর্ঘটনায় আক্রান্ত এই ব্যাক্তির জেজুনাল এবং মেসেন্টারিক পারফোরেশন হয়ে গিয়েছিলো। রামেক হাসপাতাল তাই এই ধরনের রোগী রাখার দুঃসাহস দেখায়নি। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলো।

খবরের দ্বিতীয় অংশ-
"চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই সকালে ‌ইন্টার্ন ডাক্তার লাবণী এসে তার ক্ষতস্থান ড্রেসিং করার জন্য বলেন, এ সময় আরিফুল খুব বেশি অসুস্থ ছিলেন। পরে ড্রেসিং করবেন বলে জানালে, ইন্টার্ন ডাক্তার লাবণী ক্ষেপে গিয়ে আরিফুলকে অকথ্য ভাষায় গালি দেন ও তার সঙ্গে খারাপ আচরণ করেন। বাংলানিউজের কাছে এমনই অভিযোগ করেন আরিফুল হক।"

প্রকৃত খবর- মাঝে ১৫ দিনের কাহিনী অনুপস্থিত। এক লাফে বাংলানিউজ গাছের আগায় উঠে বসেছেন। ১৫ দিনের ঘটনা একটু জেনে নেওয়া যাক।

রাজশাহী থেকে আসার পথে রোগীর হেমোপেরিটনিয়াম হয়ে সে শকে চলে যায়। শক ম্যানেজমেন্ট এবং অপারেশন এর পর টানা ১৪ দিন অক্লান্ত পরিশ্রম করে তাকে মোটামুটি সুস্থ করা হয়। অপারেশন এর পর ড্রেসিং করতে গেলেই তিনি ইন্টার্ন ডাক্তারদের সাথে বাজে ব্যবহার করতেন। ড্রেসিং করা নিয়ে নানান ঝামেলা করতেন। এমনই অবস্থায় গত ১৭ই জুলাই ইন্টার্ন চিকিৎসক ডাঃ লাবনী ড্রেসিং করার সময় তাকে ড্রেসিং এর জন্য বেড থেকে উঠে বসতে বলেন এবং বলেন দেরী না করতে, তার আরও অনেকগুলো রোগীর ড্রেসিং করতে হবে। প্রত্যুত্তরে আরিফুল হক সেই ইন্টার্ন চিকিৎসককে বেয়াদব বলে
গালি দেন। এবং বলেন- ইন্টার্ন চিকিৎসকরা খুবই নিম্নশ্রেণীর। তার ড্রেসিং করার জন্য উচ্চশ্রেণীর চিকিৎসকরা আছেন। এরকম ১০-১২ টা ডাক্তার তিনি পকেটে পুরে ঘুরতে পারেন। তার বক্তব্যে ইন্টার্ন চিকিৎসক এতোটাই আঘাত পান যে তিনি কেঁদে ফেলেন। কিন্তু তিনি নিজে কিছুই বলেন নি।

হলুদ খবর-
এরপর বৃহস্পতিবার বেলা ১২টায় সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক শহীদ হোসেন ২১৪ নং ওয়ার্ডে সে দিনের ঘটনার জন্য রোগী আরিফুল হককে গালিগালাজ করতে থাকেন এবং এক পর্যায়ে তাকে (রোগীকে) বেডের ওপর বসা অবস্থায় কয়েকটি চড় মারেন। উচ্চস্বরে ধমক দিয়ে বলেন, “বেয়াদব, লাথথি দিয়ে হাসপাতাল থেকে বের করে দেবো”।

ডাক্তারের আচরণ দেখে এ সময় আরিফুলের স্ত্রী ঝরনা চৌধুরী হতবাক হয়ে যান। তিনি বাংলানিউজের কাছে অভিযোগ করে বলেন, “আমরা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি, লাঞ্চিত হওয়ার জন্য আসিনি।” তিনি এঘটনার সুষ্ট তদন্ত দাবি করেন।

প্রকৃত খবর-
সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক শহীদ হোসেন এর কানে এই খবর পৌঁছালে তিনি রোগীকে ইন্টার্ন ডাক্তারের কাছে ক্ষমা চাইতে বলেন। রোগী সেটা করতে অসম্মতি জানান। ডাঃ শহীদ রোগীকে ধমক দিয়ে বলেন- এরকম করলে তাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে। রোগী তারপরেও চিকিৎসকদের কথা অমান্য করে বেড থেকে উঠার জন্য উদ্যত হন। ফাইল ছুড়ে ফেলে তিনি বলেন- থাকলাম না আপনার ওয়ার্ডে, আমার জন্য বহু হাসপাতাল আছে।

পরের ঘটনা, যেটা মিডিয়াতে আসেনি-

রোগী হেটে চলে দিব্যি সুস্থ মানুষের মতো দুই আড়াই ঘণ্টার জন্য ওয়ার্ড থেকে উধাও হয়ে যায়। ফিরে আসে একটু পরে। এসে অসুস্থ হবার ভান করে শুয়ে থাকে। এই ফাকে ১০-১২ জন সাংবাদিক ওয়ার্ডে বিনা অনুমতিতে প্রবেশ করে এবং একজন সাংবাদিক গ্লাভস পরে টেনে রোগীর ড্রেসিং খুলে সেটা ভিডিও করতে থাকে। তারা ওয়ার্ডে কর্তব্যরত সি এ এর উপরেও চড়াও হয় এবং নানা আক্রমণাত্মক বক্তব্য করতে শুরু করে।

খবর পেয়ে হাসপাতাল পরিচালক সেখানে পৌঁছেন। যদিও তিনি সামগ্রিক পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হন। তিনি না জেনেই সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বসেন। রোগীকে হাসপাতালের ওয়ার্ড থেকে এমনকি কেবিনে শিফট করা হয়।


হলুদ সাংবাদিকতার প্রথম নমুনা তো দেখলেন। এবার আসুন, শুনি পরবর্তীতে কি কি হলো।

বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে হাসপাতালে চিকিৎসকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। শনিবার সকালে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকের সাথে দেখা করেন এবং এই ঘটনার বিচার দাবী করেন। তাদের পক্ষ থেকে ৬ টি দাবী উত্থাপন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি দাবী ছিলো, রোগী কর্তৃক ক্ষমা প্রার্থনা, এবং সাংবাদিকদের হলুদ সাংবাদিকতার বিচার ও তাদের অযাচিত প্রবেশ বন্ধ করা। পরিচালক তাদের আশ্বাস দেন এই বলে যে- প্রকৃত ঘটনা জানিয়ে প্রেস রিলিজ পাঠানো হবে যাতে প্রকৃত ঘটনা সবার দৃষ্টিগোচর হয়। কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্য- কোন পত্রিকা সেই প্রেস রিলিজ প্রকাশ করেনি।

পরের দিন ইন্টার্নদের আন্দোলন শুরু হয়। আন্দোলনের শুরুর আগে তারা আবারো শান্তিপূর্ণ ভাবে হাসপাতালের প্রশাসনিক সভাকক্ষে তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের মুল বক্তব্য ছিলো, কেন সত্য ঘটনা এখনো প্রকাশিত হচ্ছে না এবং হলুদ সাংবাদিকতার কোন বিচার হচ্ছে না।


পরবর্তী ঘটনা জানানোর আগে
আসুন, একবার দেখে নেই আমাদের হলুদ সাংবাদিকরা কি বললো-

ইন্টার্নী চিকিৎসক নাকি ইন্টার্নী সন্ত্রাসী!!

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল প্রতিবেদকদের ওপর হামলা করেছে ইন্টার্নরা। চিকিৎসকদের হাতে রোগী লাঞ্ছিত হয়েছে—এমন খবর একাধিক দৈনিক ও টিভি চ্যানেলে প্রচার হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাক্ষক্ষে শিক্ষানবিশ চিকিৎসকদের পূর্বনির্ধারিত সভা ছিল। বেলা ১১টার দিকে বাংলাভিশনের চিত্রসাংবাদিক উজ্জ্বল দাস সভার দৃশ্য ধারণ করেন। এ সময় শিক্ষানবিশ একজন চিকিৎসক উজ্জ্বল দাসকে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই চিকিৎসক উজ্জ্বলের কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে সেটি ভেঙে ফেলেন। এ সময় শিক্ষানবিশ অন্য চিকিৎসকেরা উজ্জ্বলকে মারধর করেন। তাঁরা বাংলাভিশনের প্রতিবেদক রাসেল আহমেদকেও মারধর করেন। এরপর তারা জরুরি বিভাগের সামনে রাখা বাংলাভিশনের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
হামলায় আরো আহত হন একুশে টেলিভিশনের প্রতিবেদক মুজাহিদ আহসান, এবিসি রেডিওর মেডিকেল প্রতিবেদক বুলবুল চৌধুরী ও এনটিভির মেডিকেল প্রতিবেদক আল আমিন আহত হন। একপর্যায়ে শিক্ষানবিশ চিকিৎসকেরা মেডিকেল প্রতিবেদকদের বসার কক্ষে তালা লাগিয়ে দেন।
( সুত্র- বাংলানিউজ)

এছাড়াও কম বেশি টিভি চ্যানেল সহ সব পত্রিকা একই ধরনের খবর ছাপিয়েছে।

প্রকৃত খবর-

শিক্ষানবিস চিকিৎসকদের পূর্বনির্ধারিত সভা একটি প্রবেশাধিকার সংরক্ষিত সভা। কোন সাংবাদিককে সেই সভাতে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। বাংলাভিশনের চিত্রসাংবাদিক অথবা সিনেমা মেকার, যেটাই হোক, উনি সেই সভাতে ঢুকতেই পারেন নি। কাজেই সভার চিত্র ধারণের কথাটি একটা ডাহা মিথ্যা কথা। বরং, তিনি অনুমতি বিহীন ভাবে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছিলেন নেগেটিভ নিউজ করবেন বলে। সাভা শেষে এই অবস্থায় তিনি ইন্টার্ন চিকিৎসকদের সামনে পড়েন। সামনে পড়া মাত্রই তিনি একটা ছোটখাটো দৌড় দেওয়ার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি, চিকিৎসকদের তোপের মুখে তাকে পড়তেই হলো। চিকিৎসকরা তার ক্যামেরাটা তার হাত থেকে নিয়ে তাকে এবং আলাদাভাবে সেই ক্যামেরা হাসপাতাল প্রশাসনের হাতে তুলে দিয়ে আসেন। সাথে ফ্রি কিছু গদাম ছিলো।

প্রশ্ন উঠতে পারে, কেন সাংবাদিকরা লাঞ্ছনার শিকার হলেন?

১) হাসপাতাল এর ওয়ার্ড সমূহ একটি সংরক্ষিত জায়গা। এখানে রোগীরা ভর্তি থাকে। এটা চিড়িয়াখানা নয়। এখানে প্রবেশের নির্দিষ্ট কিছু নিয়মনীতি আছে। ভিজিটিং আওয়ার আছে। সবসময় চাইলেই ওয়ার্ডে ঢোকা যায়না।

২) রোগীর প্রাইভেসি ডাক্তারদেরকেই রক্ষা করতে হয়। এটা medical ethics এর একটা অংশ। medical ethics অনুসারে ডাক্তারদের প্রাইভেসি রক্ষা করতেই হবে। সাংবাদিকদের ভঙ চঙের কথা medical ethics এ নাই।

৩) উপরে দেখতেই পাচ্ছেন, সাংবাদিকতা কতোটা নিম্ন পর্যায়ে নামলে সত্য ঘটনাকে আড়াল করে কিভাবে নিউজ করা সম্ভব। সত্য ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা অবশ্যই কাম্য। কিন্তু কেউ তো হলুদ সাংবাদিকতা করলে তাকে এসে আদর করবেনা। তাইনা?

৪) সত্য ঘটনা জানিয়ে প্রেস রিলিজ দেওয়ার পরেও সেটা না জানানো সবার মাঝেই ক্ষোভের সৃষ্টি করে।

৫) সবশেষে, কোন নিয়ম নীতি না মেনে এমনকি আন্দোলনের দিনেও অনুমতি ছাড়া সাংবাদিক কর্তৃক ওয়ার্ডে প্রবেশ। যেটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। সাংবাদিকদের প্রবেশের জন্য পাস থাকা জরুরী। পাস ছাড়া সাংবাদিক চোরেরই সমতুল্য।

জনাব, আপনারাই বলেন, সাংবাদিকরা কি চাইলেই পাস ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করতে পারে? পারে সচিবালয়ে প্রবেশ করতে? কিংবা কোন সরকারী অফিসে যেয়ে ফাইল দেখতে পারে অনুমতি ছাড়া? ঢাকা মেডিকেল হাসপাতাল ও সরকারী জায়গা। এখানেও প্রবেশের নিয়ম নীতিমালা আছে। কেউ সেটা ভেঙে ঢুকলে তার কি গদাম খাওয়া খুব অস্বাভাবিক কিছু?

হলুদ সাংবাদিকতায় সমগ্র দেশ যখন আক্রান্ত, তখন সাংবাদিকরাই কাঁদছেন, কেন তারা লাঞ্ছনার শিকার হলেন তাই বলে। একজন চোর যদি চুরি করে মার খেতে পারে, তাহলে মিথ্যা খবর প্রচার কি অপরাধ নয়? সেই অপরাধী কেন মার খাবেন না? চোরের সাথে তার পার্থক্য কি? চোর বেডরুমে বিনা অমুমতিতে প্রবেশ করে মার খেতে পারলে, সাংবাদিকদেরও হাসপাতালে বিনা অনুমতিতে প্রবেশ করলে মার খাওয়া উচিৎ। ঢাকা মেডিকেল হাসপাতাল কারো বাপের টাকায় ভেসে আসেনি। এখানে ২৪ ঘণ্টা অজস্র মানুষকে চিকিৎসা দেওয়া হয়। আমরাও খেটে খাওয়া মানুষ। পায়ের উপর পা তুলে খাইনা আপনাদের মতো। আমাদের সম্পর্কে ভালো কিছু বলতে না পারুন, বলবেন না। সেটা নিয়ে আমাদের দুঃখ নেই। কোন চাওয়া পাওয়া নেই আপনাদের কাছে। কিন্তু দয়া করে মিথ্যা কিছু বলবেন না।


সাংবাদিকদের উদেশ্যে কিছু ছোট কথা-

নিয়ম মানুন, হলুদ সাংবাদিকতা বন্ধ করুন। আগে নিজেরা পরিষ্কার হন, তারপর মানুষজনের সমালোচনা করতে আসুন।

সবাইকে ধন্যবাদ।"


পাঠকদের একটি বিরাট অংশ এই লেখার বিন্দুমাত্র বিশ্বাস করবেন না জানি, উলটো গালিও দেবেন হয়ত কেউ কেউ। আসলে আমরা কেউ কাউ সম্মান দিতে জানি না বলেই কারো কাছ থেকেই কেউ ভাল ব্যাবহার পাই না। হুজুগে বাংগালি আমরা ক্যাচাল এর গন্ধ পাইলেই ঝাপায়ে পড়ি, কেউ কাউকে পেটাচ্ছে দেখলে শার্টের হাতা গুটিয়ে যোগ দেই, কখনো ভাবি না এগুলো বন্ধ করার উপায় কি।

সাংবাদিকদের ব্যাপারে একটি নিজস্ব অভিজ্ঞতার কথা বলি। একটি আমাদের ভলান্টারি অর্গানাইজেশন এর একটি ইভেন্টে দুজন সাংবাদিক এসেছিলেন একজন ইন্ডিপেন্ডেন্ট টিভির অন্যজন সমকাল এর। তারা এসে বললেন সাংবাদিকতায় আর কয়টাকা পাওয়া যায় তাই কিছু বাড়তি ইনকাম তাদের দরকার। তারা আমাদের খবরগুলো ফলাও করে প্রচার করবে, বিভিন্ন লিঙ্ক ধরিয়ে দেবে বদলে লাভের ৫০% তাদের দিতে হবে। এভাবেই কি খবর বিক্রি হয় পত্রিকায়?

ঢাকা মেডিকেলের ঘটনায় যারা না জেনে সাংবাদিকদের পক্ষে লাফাচ্ছেন তাদের একটি কথাই বলি, এক হাতে তালি বাজে না। দেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠানগুলোর একটিতে পড়াশুনা করে যারা রোজ রোগ শ্রম দিচ্ছে মানুষের জীবন বাচাতে তার অযথাই সাংবাদিকদের উপর চড়াও হয় না।

যদিও এই বিদ্বেষ সমর্থনযোগ্য নয় তবে এ ব্যাপারে এগিয়ে আশা উচিত দু পক্ষেরই। আমাদের দেশের চিকিৎসা ব্যাবস্থার ভাল দিক সম্পর্কে সাধারন মানুষ কিছুই জানেনা কারন আমাদের মহান সাংবাদিকেরা নোংরামি খুজতেই পারদর্শী। নেগেটিভ রিপোর্টিং এর কারনেই আমাদের রোগীরা বাইরে যায় চিকিৎসা করাতে, হাজার হাজার টাকা খরচ করে চেম্বারে বা প্রাইভেট ক্লিনিজে চিকিৎসা নেয়, কিন্তু সরকারি হাসপাতালমুখী হয়না অথচ যেকোন প্রাইভেট ক্লিনিক থেকে ভাল চিকিৎসা হয় সরকারি হাসপাতালে। দীর্ধশ্বাসে শুধু একটি কথাই বলতে ইচ্ছা করে, আবার তোরা মানুষ হ!
২৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫

ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান?
আমার বুকে ছুরি মাইরা তুই মজা লইতেছিস ক্যান?



ও মাইয়া, ক তুই, প্রেম শিখাইয়া প্রেম দিবি না ক্যান?
এখন আমার কষ্ট দেইখা মজা... ...বাকিটুকু পড়ুন

ধর্মের নামে জলাতঙ্ক গ্রস্থ পাগলা কুত্তাদের হাত থেকে নিস্তার চাই।

লিখেছেন আজব লিংকন, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫০


অনেক আগের কথা। একটা সময় ছিল যখন বাংলাদেশে পাগলা কুত্তাদের উপদ্র প্রচুর বেড়ে যেত। দৈনন্দিন জীবনে চলাফেরায় নিরীহ মানুষদের এসব পাগলা কুত্তার কামড় প্রায়ই খেতে হতো। তখন জনসাধারণের নিরাপত্তার... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু

লিখেছেন বাকপ্রবাস, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩২

পদ্মা সেতু
ঢং দে‌খে আর বাঁ‌চিনা
খা‌লেদা না
ইউনুস না
চাই‌ছে এবার হা‌সিনা!

ম্যুরাল দিলাম
বঙ্গভবন
চেতনা দিলাম, ‌নি‌লিনা
কোথায় পাব হা‌সিনা?

পদ্মা সেতু
অন্য কিছু চাও
য‌দি বল আগষ্ট দেব
পাঁচ-প‌নের ‌কোনটা নে‌বে?
নাও।

...বাকিটুকু পড়ুন

হায় হায় কয় কি!!!!

লিখেছেন আহসানের ব্লগ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭


বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতি, বছরে ১ ট্রিলিয়ন ডলার পারচেজ পাওয়ার, ৩ বিলিয়ন ডলার ফরেন ডিরেক্ট ইনভেসটমেনট ছিল, ৯৯ টা ইকোনমিক জোনে আগামী ৫-৭ বছরে ১১৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা ছিলো... ...বাকিটুকু পড়ুন

=ক্লান্তি অনুভব হলেই সবুজের কাছে ফিরে যাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২



©কাজী ফাতেমা ছবি
যখনই ক্লান্তি ছুঁয়ে যায় চোখ, চোখের কিনারে ঝাপসা আলো
সবুজের কাছে যাই, যেখানে কেবল সবুজের হাতছানি,
সকল ভ্রান্তি মুছে যায়, লাগে বড় ভালো,
মিহি হাওয়ায় সুখে হয় উতলা মনখানি।

যখনই... ...বাকিটুকু পড়ুন

×