আমি একজন পুরুষ
এই আমি ই সর্বপ্রথম শুরু করেছিলাম
মনুষ্যত্বের চাষ।
কালক্রমে আমিই হয়েছি রাজা , নৃপতি কিংবা সুলতান
সর্বেসর্বা এই আমার জন্যই
লেখা হয়েছে বিজয়ের জয়গান।
আমি ছিলাম ঐশ্বর্য্য আর খ্যাতির লোভে প্রমত্ত
তাই দুপায়ে ঠেলেছি এই বিশ্বের যত তত্ত্ব।
নারকীয়তা বিভৎসতায় মুন্ডু কেটেছি যত
হিংসার আগুনে পুড়িয়েছি ঘর শত !
হিংস্র ক্ষিপ্রতায় কেড়ে নিয়েছি
নারীর ভূষন,
পদে পদে তাঁকে করেছি শোষণ।
আমি পুরুষ বলে
মাতৃপ্রতিম নারীর ঘরে করি
মনুষত্বের চাষ!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




