বাংলাদেশের নয় মাসের স্বাধীনতা যু্দ্ধ নিয়ে যত হৈ চৈ তেমন আর কোথাও দেখা যায় না। এবং এ সবই হচ্ছে নিজেদের দোষ ঢাকার জন্য।
74 এর দুর্ভি, সংবিধানকে খাসি করে একদল গঠন, সংবাদপত্র বন্ধ, তার আগে হত্যা হত্যা এবং হত্যার ধারাবাহিক ঘটনাবলী রী বাহিনী, লালবাহিনী গঠন, শিল্প কারখানা রাষ্ট্রীয়করণের নামে নিজেদের পকেটস্থ করা। কিংবা যু্দ্ধাপরাধীদের বিচার করতে না পারা--- আরো বলা যাবে।
স্বাধীনতা যু্দ্ধ হয়েছে ভিয়েতনামে। সেখানে কি এমন হৈ হৈ হচ্ছে? কিংবা আজকের দণি আফ্রিকায় ওই 'ধর শালাদের' জাতীয় কোনো কথাবার্তা শোনা যায় কি?
যারা এ সব বলে তাদের মূল উদ্দেশ্য হলো, নিজেদের অবৈধ সম্পদকে রা করা কারণ খোঁজ নিয়ে দেখবেন 'বিহারিদের' ফলে যাওয়া সম্পদ লুটে বা দখল করে তারা আজকের দিনে মালদার হয়েছেন। আর না হলে 'অডিপতি' মানে ব্যাংকের অডি নেয়ার গুণে কোটিপতি হয়ে আছেন।
অতএব এসব ফালতু তর্কে না জড়িয়ে আসুন দেশের কথা বলি। গরীব মানুষদেরকে বাঁচানোর কথা বলি বা পথ খুজি। ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তাহলে কাজ হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





