[রং=#ঈঈ00ঋঋ] [আন্ডার] স্বপ্নগুলোই পুড়তে থাকে... [/আন্ডার] [/রং]
অন্য আকাশ
যতোই ভাঙে গাড়ীর কাঁচ আর যতোই পোড়ে রেল-বগী,
স্বপ্নগুলোই পুড়তে থাকে, 'বোধ' যেন আজ মন-রোগী ।
মরছে মানুষ, মরছে জীবন, প্রাণ যেন নগণ্য
আবাক চোখে বিশ্ব দেখে - রাজনীতির এই দৈন্য ।
তোমার আমার মতের মাঝে একশোটা এক দ্বন্দ্ব,
মানুষগুলো জিম্মি করে চলছে খেলা অন্ধ.... ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



