এবার স্পাইন অপশনে গিয়ে লাইন সিলেক্ট করে এই সেইপটা আঁকলাম
এবার সেইপটার ভার্টেক্স অপশনে যেয়ে সেইপের একটা করে কর্নার ধরে ফিলেট অপশনে যেয়ে একটু মসৃন করে দেই কর্নারগুলো।
এবার মডিফায়ার লিস্ট থেকে ল্যাদ (ওকে, আমরা এটাকে লেইদ বলি
হয়ে গেলো হ্যান্ডেল ছাড়া মগ। কিন্তু, মগটা কেমন ছড়ানো! তাই আবার ভার্টেক্স সিলেক্ট করে মগের সেইপটা ঠিক করলাম।
আবার মডিফায়ার অপশনে গেলাম। এবার সিলেক্ট করলাম “এডিট পলি” এডজ সিলেক্ট করে গেলাম কানেক্ট অপশনে। সেগমেন্ট এ ৫ লিখলাম। মানে ৫টা নতুন কানেক্টেড এডজ তৈরী হলো
এবার পলিগন অপশনে যেয়ে দুটো পলিগন সিলেক্ট করে ইনসেট অপশনে যাই, এখানে ইনসেট এমাউন্ট ১ দিব। ইনসেট পলিগনের ভেতরে আরেকটা ছোট পলিগন তৈরী করলো।
ইনসেট করা পলিগন দুইটা সিলেক্ট করে “হিন্জ ফ্রম এডজ” সিলেক্ট করলে নতুন পপ আপ খুলবে। এবার একটা গুরুত্বপূর্ন কাজ। পপ আপে, “কারেন্ট হিন্জ” এ ক্লিক করে দুই ইনসেটের মাঝের অংশের এডজ সিলেক্ট করতে হবে। ব্যাস হয়ে গেল। তারপর, সেগমেন্ট ১৩ আর এঙ্গেল -১৬০ এর মতো দিলেই মগের ডান্ডি দেখা যাবে
দেখেন তো কেমন হলো মগটা! ইয়ে, একটু লাইট আর টারবো স্মুদ মডিফায়ার ব্যাবহার করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





