কদিন আগে এই ব্লগেই একটা ভাইয়ার লেখা পড়েছিলাম। যখনই ঘড়িতে ১১টা ১১ বাজে উনি কেন যেন ঘড়ির দিকে তাকান। প্রতিটা দিন... সকালই হোক অথবা রাত, এই জিনিসটা প্রতিদিন তাঁর সাথে হচ্ছে। আমি অনেক যত্ন নিয়ে একটা মন্তব্য করেছিলাম, “ ভাইয়া, এটা নিয়ে একদম ভাববেন না। এটা পুরোপরি একটা কাকতালীয় ব্যাপার। ”
কিন্তু, অদ্ভুতভাবে উনার এই অসুখটা আমার ভেতরে ঢুকে গেছে। জিনিসটা খুব সাধারন হলেও আমি খুব বিরক্ত এইটা নিয়ে। এমনো হয় আমি রাস্তায় আছি, হঠাৎ মোবাইলে কারো ফোন আসলো, মোবাইল স্ক্রিনে ভেসে উঠলো সেই ১১.১১। অথবা ল্যাপটপে ফেইসবুকিং করছি, চোখ চলে আসলো ঘড়ির দিকে, সময় ১১.১১।
আমি জানি এটা অলৈকিক কিচ্ছু না। কিন্তু জ্বালাচ্ছে যে খুব!
সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ব্লগে যে ভাইয়া প্রথমে এই বিষয়টা নিয়ে লিখেছিলেন উনি লেখার শেষে লিখেছিলেন “ যাকেই আমি এই সমস্যাটার কথা বলছি, কদিন পর সেও এই সমস্যায় জড়িয়ে যাচ্ছে। আমি তীব্র মানসিক যন্ত্রণায় আছি”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





