অনেক আশাবাদী হতে ইচ্ছা করে
আমরা কি একজন কেজরীওয়াল পাব না?
নিকট বা দূর অতীতে যারা দুর্নীতি করেছে আমরা তাদের কাউকে চাই না
তাদের মধ্যে নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া আর কিচ্ছু আমরা পাই নি
দেশ ও জনগনের প্রতি নুন্যতম দায়িত্ববোধ তাদের মধ্যে ছিল না
তারা প্রত্যেকেই মিথ্যাবাদী, প্রতারক, চরম দুর্ঘন্ধযুক্ত
আমরা তাদের আবর্জনার খোঁয়াড়ে ছুড়ে ফেলতে চাই
কে আছেন? নির্মোহ, একজন সত্যিকারের দেশপ্রেমিক।
শহীদ মিনার, স্বাধীনতা স্তম্ভ, দোয়েল চত্ত্বর কিংবা বিজয় স্তম্ভ
যেখানেই হোক, দাড়িয়ে যাবেন
চিত্কার করে বলবেন
বাংলার জনগণ এই সহিংসতা আর একগুঁয়েমি থেকে মুক্তি চায়
আমরা কথা দিচ্ছি, আমরা আপনার পাশে থাকব
আমরা অন্ধ, একটি প্লাকার্ড হাতে তবুও আপনার পাশে দাড়াব
আমরা বধির, তথাপি আমাদের একটি হাত উঁচু থাকবে
আমরা হাটতে পারিনা, একটা হুইল চেয়ার যোগার করে নিব
অত্যাচারী শাসকের পুলিশ বাহিনী যখন আপনাকে টেনে হিচড়ে নিয়ে যাবে, আমরা পিছপা হব না
কেউ কি আছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





