আমাদের দেশে কিছু মেয়ে সূর্য হতে চেয়েছিল
এই স্বপ্নীল ষড়যন্ত্রের কথা সকলেই জানে,
সকলের মাঝে জানাজানি আছে তাহাদের ফুল ঘর, আর
দুর্দান্ত ঘুম যাওয়া, আর ঈর্ষাভর্তি তুন!
বাস, টেম্পু, রিক্সায় কখনো ওদের পাশ কেটে
চলে যেতে দেখি।
প্রলয়দিনের সূর্যের মতো
চমকিয়ে ঝলসিয়ে ওরা যায়।
যতদিন বাঁচে দোসর শূন্যতাকে চেনে না,
নিধুবন রাতে কড়া নাড়ে শয়তানের বাড়ি।
ওরা কোন ঋণখেলাপীর বউ হলে হোক,
সেইসব রমণীর মাঝে আমাদের ভাগ আছে,
সেইসব রমণীরা জানে আমাদের অধিকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


