বৃষ্টিস্নাত আপন ভাবনায় অবাক করা সব বিস্ময়,
নব সাজে নতুন দিগন্তের ঝুঁকে পড়া সব অনুভূতি
আজ আশাহত; সেই বৃষ্টি আমি হতে চাই যা আনবে
প্রাণের স্পন্দন, ভালবাসার নিস্ফল আক্রোশে
যা আর পারবে না নতজানু হতে; ভালবাসার সেই
বৃষ্টি হতে চাই আমি - যা ধুয়ে মুছে দেবে সব
বিষন্নতা, সব আশাহীন ক্ষুদ্র সংকীর্ণতা-
প্রশ্ন করি আমার আশাহত তন্দ্রালু হৃদয়কে,
পারবে না এই বৃষ্টিতে নতুন রূপে সিঞ্চিত হতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




