প্রথমেই আছে আমাদের মামুন ভাইয়ের সম্পাদনায় দূর্দান্ত একটা গল্প সংকলন ! পৃথিবীর সেরা সেরা সব গল্প নিয়ে বইটি সাজিয়েছেন মামুন ভাই !
![]()
আমাদের আরমান ভাই কেমন করে বিয়ে করে ফাইস্যা গেছেন সেই কাহিনী নিয়ে এই বই । আরমান ভাই ফাইস্যা গেছে ।
![]()
একজন ঘূণপোকার লেখায় ফুটে উঠেছে কবির প্রেমময় জীবনের অজানা কাহিনী !
![]()
বালিকাকে নিয়ে ছোট ছোট কবিতা লিখতে লিখতে একটি সম্পূর্ন বই প্রকাশ করে ফেললেন মাহবুব ভাই
![]()
মাগুরের জীবনের প্রেম ভালবাসা প্রথম বারের মত সামনে নিয়ে এসেছেন ব্লগার এবং ফেসবুকার মাগুর
![]()
চেয়ারম্যান মানেই কিন্তু গম চোর নয় ! এই কথা চেয়ারম্যান নিজের ব্লগেই লিখে রেখেছেন । এই বইয়ে আছে একজন সৎ চেয়ারম্যানের সুখ দুঃখের কাহিনী !
![]()
পুরানো দিনের স্মৃতি কথা লিখেছেন নষ্ট কাক !
![]()
লন্ডনে কাটানো দিন গুলো নিয়ে রচিত হয়ে এই গল্প !
![]()
সায়েন্স ফিকশান রাইটার শান্তির দেবদূত লেখার ধরা পরেছে পৃথিবী ধ্বংসের পরের কাহিনী
![]()
ব্লগ থেকে হারিয়ে মানুষ এখন কোথায় ? সেই কথা নিয়েই এই বই
![]()
আরেক হারিয়ে যাওয়া পুলার গল্প
![]()
বাংলার ইবনে বতুতার উল্লেখ যোগ্য ভ্রমন কাহিনী নিয়ে রচিত হয়েছে এই বইটি
![]()
দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য গুলো রক্ষা করতে গিয়ে কি হয়েছিল তা জানা যাবে এই বই পড়লে ।
![]()
এক বাংলাদেশী ছেলের এক বিদেশীনীর প্রেমের পড়ার গল্প
![]()
সব শেষে রহস্যময় ব্লগার প্রোফেসর শঙ্কুর লেখা এই দুর্দান্ত থ্রিলার বইটি মেলার অনেকের মন জয় করেছে !
![]()
আরও কিছু দেখতে যাচ্ছিলাম কিন্ত তার আগেই সেদিনের মত ঘুম ভেঙ্গে গেল । যা ব্যাপার না অন্য আরেকদিন আরও কিছু বইয়ের খোজ নিয়ে হাজির হত ! আজকে এই পর্যন্তই !
বিঃদ্রঃ পোস্ট টা কেবল ফান হিসাবেই নেওয়া হয়েছে । কাউকে হেহ -প্রতিপন্ন করা কিংবা কাউকে ছোট করার জন্য না । যাদের যাদের নাম নিয়েছি আশা করি যে কেউই এই পোস্ট দেখে রাগ করবে না ! তবুও যদি এই ১৫ জনের কারও এই পোস্ট নিয়ে একটু আপত্তি থাকে দয়া করে আমার ইনবক্সে জানাবেন ! আমি যথা শীঘ্র সম্ভব সেটা এডিট করে দিবো ! ধন্যবাদ !
(পোস্টের আইডিয়া প্রাপ্তি একজন ঘূণপোকার একটি পোস্ট থেকে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


