
যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমি আমার কম দামী মোবাইল দিয়ে প্রচুর ছবি তুলতাম । আমাদের যে কোন ট্যুর কিংবা গেট টুগেদারে আমিই ছিলাম ফটোগ্রাফার । মোবাইল ছি নোকিয়া ২৭০০ ক্লাসিক । দুই মেগা পিক্সেল ক্যামেরা । এখনকার সময়ের সাথে তুলনা করলে সেই সব ছবির যে কী অবস্থা হবে সেটা ভাবাই যায় না । সেই তুলনায় না যাই । আমার সেই সব ছবি পিসির হার্ড ডিস্কে জমা হয়ে আছে । মাঝে মাঝে ফোল্ডার খুলে দেখতে থাকি আর ভাবি যে এমন সময় কাটিয়েছি । ভাবতেও অবাক লাগে ! আজকের ছবি ব্লগ ব্লগটাতে কয়েকটা ছবি দেখাই যেগুলো আমার আগের কয়েকটা পোস্টের সাথে সম্পর্ক যুক্ত । বিশেষ করে যারা আমার প্রথম প্রেম বিষয়ক পোস্ট গুলো পড়েছেন তারা রিলেট করতে পারবেন আশা করি । তবে আগেই বলে নিই যে ক্যামেরার নাম যেহেতু খুবই খারাপ তাই ছবির মানও খারাপই হবে । এগুলো আসে স্মৃতি সব ।

কদিন আগেই যে প্রেমিকার বাসায় দাওয়াত বিষয়ক পোস্ট পড়লেন, এটাই সেই বাসা যেই বাসাতে আমি গিয়েছিলাম দাওয়াত খেতে । নীচ তলাতে তাদের বাসা ছিল ! তখন অবশ্য দুই তলা হয়ে ওঠে নি । কেবল নীচ তলা ছিল । এই কদমগাছটা দেখা যাচ্ছে, ঐ জানলার দিয়ে তাকে মাঝে মাঝে দেখা যেত ।

এটা হচ্ছে সেই কলেজ । প্রথম ডেটিং অভিজ্ঞতায় লেখা সেই কলেজ সেখানে বসে আমরা গল্প করতাম ।

বট গাছের বসে গল্প হত মাঝে মাঝে !

বন্ধুদের সাথে গিয়েছিলাম সেন্টমার্টিন । সি-ট্রাক থেকে প্রথম দেখতে পাওয়া সেন্টমার্টিন আইল্যান্ড !

এক বন্ধু অন্যবন্ধুর ছবি তুলে দিচ্ছে আর আমি সবার ছবি তুলছি । আমার ছায়া দেখা যাচ্ছে ।

সেন্ট মার্টিনের আকাশ । আকাশ সব জায়গাতেই সুন্দর বড়

সেই সময়ে সূর্যাস্তের ছবি ।

সেবার প্রচুর ছবি তোলা হয়েছিলো । সন্ধ্যার অন্ধকারে তোলা বন্ধুদের নাচানাচির ছবি । আরও বেশ কিছু ছবি রয়েছে ফোল্ডারে । তবে সেগুলো দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না !

স্থানীয় বিএডিসির বীজ গুদাম ঘর ।

শাহবাগে তখন খুব প্রতিবাদ সভা হত । এমনই ব্লগাদের এক প্রতিবাদে গিয়ে হাজির হয়েছিলাম । প্রতিবাদের আগে চলছে ব্যানার লেখার কাজ ।

অনেকে হাজির হয়েছিলেন সেদিন ! যদিও আমার মনে নেই যে কী বিষয়ে প্রতিবাদটা ছিল । অনেক দিন আগের কথা !

ইনি হচ্ছেন ব্লগার মাগুর । খুবই হাসিখুশি একজন মানুষ । এখন আর ব্লগে আসেন না । এমন কি তাকে এখন অনলইনেও খুব একটা কম দেখা যায় । তিনি একজন রক্তযোদ্ধা । কত মানুষকে যে তিনি প্রয়োজনে রক্ত জোগার করে দিয়েছে । পুরো বাংলাদেশ সাইকেলে করে ঘুড়েছেন এই রক্তের ক্যাম্পেইণ করার জন্য !

এই ছবিটা দেওয়ার লোভ সামলাতে পারলাম না । যদিও চেহারা দেখা যাচ্ছে না তবুও তিনি এই ব্যাপারে আপত্তি তুলতে পারে । যদি আপত্তি তোলেন তাহলে অবশ্যই ছবিটা সরিয়ে নিবো সাথে সাথে । এখন আপনাদের কাছে কুইজ হচ্ছে, বলুন এই মানুষটি কে ? তিনি একজন পরিচিত ব্লগার এবং এখনও নিয়মিত সামুতে ব্লগিং করেই চলেছেন । এবং নিশ্চিত ভাবেই তাকে আপনারা চিনেন ।
আজকের ছবি ব্লগ এই পর্যন্তই.....
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



