
ব্লগের একটা স্বাভাবিক কার্টেসী হচ্ছে আপনার কাছে যদি অন্য কোন ব্লগারের বিরুদ্ধে কনক্রিট প্রমান না থাকে তাহলে পোস্টে তার নাম উল্লেখ করে কোন অভিযোগ করা থেকে বিরত থাকবেন । অনেক ব্লগারের ব্যাপারে আপনার সমস্যা থাকতেই পারে, তাদের নিয়ে যখন কিছু বলতে যাবেন তখন আপনাকে তাদের নাম উল্লেখ না করে কথা বলতে হবে । এটাই স্বাভাবিক কার্টেসী । তবে হ্যা যদি কাজ কর্মের বিরুদ্ধে আপনার কাছে একেবারে ডেফিনেট প্রমান থাকে তাহলে অবশ্য সেই অভিযোগ নিয়ে আসা যায় । গতদিন জনৈক একজন আমাকে সহ আরও তিন জনের নাম উল্লেখ পূর্বক অভিযোগ করেছে । যদিও তার কাছে কোন প্রমান নেই । প্রমান থাকার কথাও না । যে কাজ আমি করি নি তার ব্যাপারে কারো কাছে কোন প্রমান থাকতে পারে না। কেবল অনুমানের ভিত্তিতে সে এই অভিযোগ করেছে তাও আবার নাম উল্লেখ করে । যেহেতু নাম উল্লেখ পূর্বক অভিযোগ এসেছে একেবারে চুপ করে থাকলে ব্যাপারটা কেমন হয়ে যায়! কিছু তো বলা দরকার । আশা করি মাননীয় মডারেটর সাহেব এই পোস্টকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে দেখবেন । যেহেতু ঐ পোস্ট এখনও টিকে আছে, সেহেতু আমার এই পোস্টও আশা করি টিকে থাকবে ।
আমি কারো নাম উল্লেখ করে কিছু বলব না । এই সামান্য কার্টেসীটুকু ব্লগে আমি সব সময় মেনে চলি । আজও চলার চেষ্টা করি । নাম কিংবা কোন পোস্টের লিংকও উল্লেখ করা হবে না । তবে যা লিখবো তার পেছনে যুক্তিযুক্ত কারণ বিদ্যমান । এমন না যে মনে যা আসলো তাই লিখে দিলাম ।
গল্প শুরু করা যাক । ব্লগে আমি গল্প বেশি লিখি সব সময় । গল্প গুলো যে খুব বেশি আহামরি কিছু তেমন না । হালকা পাতলা টাইমপাস মূলক গল্প । অল্প কয়েকজন মানুষ নিয়মিত গল্প পড়ে । কদিন আগে হঠাৎ নতুন একজন ব্লগে কমেন্ট করলো । কমেন্টটা দেখে খানিকটা ভুরু কুঁচকে গেল । কারণ এমন কমেন্ট আমার ব্লগে আসে না । কেবল একজন ব্লগার এমন মন্তব্য করে । অন্য আর কেউ না। আমার এতোদিনের ব্লগ জীবনে এটা আমি ঠিক ঠিক বুঝতে পারি যে কোন কমেন্টটা তেল দেওয়ার জন্য, কোনটা সমালোচনার জন্য আর কোন কমেন্টটা করা হয়েছে আপনার উপরে রাগ থেকে আপনাকে হেয় করার জন্য । ব্লগে আমার উপরে রাগ আছে মাত্র দুইজনের । যাদের একজন তখন ব্যান খেয়ে আছে । প্রোফাইলে গিয়ে দেখলাম ব্লগ মাত্র কিছু সময় আগে নিকটা খোলা এবং প্রথম কমেন্টটাই আমার ব্লগে ।
এইবার একবার ভাবুন তো, একজন মানুষ কোন এলাকাতে নতুন গিয়ে হাজির হল এবং হাজির হয়েই সেখানে ১০ বছর ধরে বসবাস করা মানুষকে গালমন্দ করা শুরু করে দিল । ব্লগে নতুন যারা আসে তারা অন্তত এই কাজটা কখনও করে না । লাইনটা ভাল করে পড়েন আবার । ব্লগে নতুন আসা মানুষের কথা বলেছি । নতুন নিক খোলা কথা না। একটা কথা এখানে নিশ্চিত যে নিকটি আর যারই হোক, নিক যে মাল্টিনিক সেই বিষয়ে কোন সন্দেহ নেই ।
তার প্রথম পোস্ট পড়লাম আমি । ব্লগে আমি সবার লেখা পড়ি । কার লেখার ধরন কেমন সেটার সম্পর্কে আমার একটা ধারণা আছে । পোস্ট পড়ে আমার প্রথম একজনের কথাই মনে পড়লো । শব্দ বিন্যাস, লাইনের ধরন, কথা বলার ভঙ্গি ! আর কিছু না বলে কেবল চুপ করে পর্যবেক্ষন করতে শুরু করলাম । দ্বিতীয় পোস্ট যখন এলো ধারণটা আরও দৃঢ়ই কেবল । যেহেতু সামুতে এখন পোস্ট আর মন্তব্যের পরিমান অনেক কম তাই সকলের মন্তব্যই চোখে আসে । অন্যের ব্লগে তার করা মন্তব্য গুলো চোখে পড়তে শুরু করলো । মন্তব্যের ধরণ খুব বেশি পরিচিত । অন্য একজন যেমন করে মন্তব্য করে এই নতুন নিকের মন্তব্যের ধরনও একেবারে হুবাহু এক রকম ! এরই ভেতরে সে কয়েকবার আমার ব্লগে মন্তব্য করেছে এবং বলাই বাহুল্য সেগুলো কেমন হবে সেটা অনুমান করতেই পারছেন ।
এছাড়া আরও একটা ব্যাপার খেয়াল করা শুরু করলাম । সেই সময়ে যারা যারা জনৈক ব্লগারের বিরুদ্ধে কথা বলেছিলো তাদের পোস্টে তার ঠিক একই রকম নেগেটিভ মন্তব্য । এবং কিছু নির্দিষ্ট ব্লগারের পোস্টে তার নিয়মিত বিচরন। ঠিক যেমন টা অন্য একজনের নিয়মিত বিচরন ছিল । মানুষ নিজের স্বভাব খুব সহজে বদলাতে পারে না ।
আমি ভেবেছিলাম যে ব্যাপারটা শুধু মাত্র আমিই খেয়াল করছি। যেহেতু ব্লগে মাল্টি নিকখোলাটা কোন অন্যায়ের ব্যাপার না, তাই এটা নিয়ে আলাদা কিছু করার নেই । কেবল একজনের ছেলেমানুষী দেখে হাসছিলাম মনে মনে ! যাক, এই কাজ করে যদি সে আনন্দ পায়, তাহলে পাক । আমি কেবল যখন ব্লগে আসতাম নিকটার উপরে একটা আলাদা খেয়াল থাকতো ! কিন্তু একটা সময় খেয়াল করলাম যে ব্যাপারটা কেবল আমারই নয়, আরও কয়েকজনের নজরে ধরা পরেছে । এবং তারা আমার মত নিশ্চুপ না থেকে সরাসরি সেটা প্রকাশও করে দিচ্ছে ।
এবার আসি পোস্টের ব্যাপারে । দুজনের পোস্টের ভেতরেও আশ্চর্যজনক মিল । একজন যে যে বিষয় নিয়ে লিখতে পছন্দ করে দেখা গেল অন্যজনও ঠিক একই বিষয় নিয়ে লিখতে পছন্দ করে । এবং লেখার ধরন গুলো একদম একই রকম । কয়েকটা পোস্ট তো সে কপি করেই পোস্ট করে দিয়েছে । আরও একটা মজার ব্যাপার বলি । এমনই একটা কপি পেস্ট পোস্ট যেটা কিনা আগের নিক থেকে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু নতুন নিকে পোস্ট করা হয়েছে । যে কোন পোস্ট পড়ার পরে আমার মনে সন্দেহ হলে সেটার প্রথম কয়েক লাইন আমি কপি করে গুগলে পোস্ট করি । খুব সহজেই পোস্টটার একটা আসল উৎস বের হয়ে যায় । এছাড়া পুরো আর্টিকেল কপি করে একটা সফওয়্যারের ভেতরে দিলে কোন কোন লাইণ কোন জায়গা থেকে কপি সেটাও বের হয়ে যায় । এই ভাবেই কপিপেস্টের উৎস গুলো খুজে পাই আমি !
কদিন নতুন নিকটি খুব একটিভ রইলো । এর ভেতরে মনে একটা কথা মনে করিয়ে দিতে চাই যে জনৈক ব্লগার তখনও কিন্তু ব্যান অবস্থাতেই আছেন । এবং এই নতুন নিক তখনও বেশ একটিভ । মন্তব্য করে চলেছেন, পোস্ট করে চলেছেন ।
এরপর গেস করেন দেখি ব্যাপারটা কেমন হল?
যখন ব্যান উঠে গেল । নতুন নিকের একটিভিটি আশ্চর্যজনক ভাবে কমে গেল ।
সব চেয়ে মজার ব্যাপার হল যে দুই নিক এবার একে অন্যের ব্লগে মন্তব্য প্রতি মন্তব্য করতে লাগলো । এই ব্যাপারটা এতো মজার লাগলো । আমিও ভাবছি আমার যে দুইটা মাল্টি নিক রয়েছে সেটা দুইটার সাথে কথোকথন নিয়ে একটা পোস্ট দিবো যেখানে আমার মাল্টিনিক পোস্টে কমেন্ট করবে আর আমি সেগুলোর উত্তর দিবো । ব্যাপারটা দেখার মত হবে !
যাই হোক, এবার একটা নতুন প্যাটার্ন খেয়াল করা গেল । অবশ্য এটা আমি বের করি নি । অন্য একজন ব্লগারের মন্তব্য থেকে জানতে পেরেছি । পরে গতকাল কয়েকটা পোস্ট খেয়াল করে দেখলাম ব্যাপারটা আসলেই তাই । একজন পোস্ট দেওয়ার পরপরই অন্য আরেকজনের পোস্ট এসে হাজির । নতুন নিক হতে গত এক মাসে পোস্ট হওয়া প্রায় প্রতিটা পোস্টই এই টাইম গ্যাপ মেইনটেইন করে চলেছে । একই সময়ে অনলাইনে এসে দুই নিক থেকে দুই পোস্ট দিয়ে চলে যাওয়া ।
এরপর সব থেকে মজার ব্যাপারটা । মাল্টিনিক ধরার সব থেকে সহজ আর কার্যকরি উপায় হল বানান ভুল । মানুষের নির্দিষ্ট কিছু বানানে সমস্যা থাকে । যখন কেউ মাল্টিনিক খুলে তখনও এই বানান ভুল গুলো সে চেক করতে পারে না কিছুতেই । নিচের ছবিটা খেয়াল করে দেখুন ।

ছবির প্রথম অংশটুকু জনৈক ব্লগারের পোস্ট থেকে নেওয়া এবং দ্বিতীয় অংশ টুকু নতুন নিকের মন্তব্যের উত্তর থেকে নেওয়া । নতুন নিকের পোস্টেও যদি এমন অংশ থাকে আমি ধরে নিতাম যে যেহেতু পোস্ট কপি পেস্ট করেছে তাই বানানও কপিপেস্ট হয়েছে কিন্তু যেখানে মন্তব্যের জবাব সে নিজে দিয়েছে সেখানে আর কিছু বলার অপেক্ষা রাখে না । যদিও ব্যক্তি বানানটা অনেকেই ভুল করেন । ব্লগে বেশ কয়েকজন ব্যক্তি বানান টা ব্যাক্তি লিখেন কিন্তু ভাবেন নির্দিষ্ট এই দুজনই কেবল ব্যক্তি বানান ভুল করেছেন ! এতো কাকতালীয় ব্যাপার !
দুইজন মানুষের পোস্ট দেওয়ার সময় গুলো কাছাকাছি, লেখার ধরন একই রকম, শব্দ বিন্যাস একই একই ধরন, গল্প বলার ভঙ্গিও একই রকম অন্যের পোস্টে মন্তব্য করার কায়দাটাও একই রকম, এমন কি মন্তব্যের জবাব দেওয়াটা একই রকম, সেই সাথে দুইজনের বানান ভুলটাও একই রকম !
প্রতিটি মানুষের লেখার কথা বলার চিন্তা করার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে । কেউ চাইলেই খুব সহজে সেই প্যাটার্ন কপি করতে পারে না। সত্যিই পারে না । ঠিক একই ভাবে কেউ চাইলেই নিজের সেই প্যাটার্ন থেকে বেরও হতে পারে না । যতই সাবধান থাকুক না কেন সেটা প্রকাশ পেয়ে যাবেই ।
আর কি বলবো বলেন !
এতো কিছুর পরেও এমন হতে পারে যে আসলেই সেটা অন্য কারো মাল্টিনিক ! তবে সেটা যে মাল্টিনিক এই ব্যাপারে কোন সন্দেহ নেই । এমন হতে পারে যে নিকটা আসলেই অন্য কারো । তাহলে একটা ব্যাপারই বলতে হবে সেটা এমন কারো মাল্টিনিক যার হাতে অফুরন্ত সময় ! সে একদমই বেকার ! তার আর কোন কাজ কর্ম নেই ব্লগে বসে থাকা ছাড়া ! কারণ যখন জনৈক ব্লগার পোস্ট দিচ্ছেন তার কিছু সময় পরেই নতুন নিক থেকে পোস্ট আসছে । এবং এটা একদিন দুই দিন না অনেক দিন ধরে হচ্ছে । একজন পেছনে এতো সময় যখন কেউ ব্যয় করছে এর মানে তার কাছে সময়ের কোন অভাব নেই । এখন আপনারা জানেন যে ব্লগে কোন ব্যক্তির হাতে এতো এতো খালি সময় পড়ে আছে ! কোন ব্যক্তি কে কি করলো কি পোস্ট দিলো আর কি মন্তব্য করলো সব খেয়াল করে চলেছে ! এছাড়া আপাতত আর বেকার ব্লগারতো আমি দেখছি না যার হাতে এতো সময় রয়েছে অন্য কারো পেছনে ব্যয় করার মত ! বুদ্ধিমান ব্লগাররা বুঝতে পারবেন যে কার কথা বলছি !
মাল্টিনিক খোলা আসলে কোন অপরাধ না । কিন্তু মাল্টি দিয়ে এই সব হাস্যকর কাজ কর্ম করাটা ঠিক না । এই পোস্ট আমি লিখতাম না, যদি না আমার নাম উল্লেখ করে অভিযোগটা আসতো । অভিযোগ যেহেতু আমার নাম উল্লেখ করেই এসেছে তাই এই পোস্টটা আমি আলাদা ভাবে লিখলাম । এছাড়া নিকটা আমি আলাদা ভবে খেয়াল করেছি কারণ নিকটা থেকে প্রথম নেগেটিভ কমেন্টটা আমাকেই করা হয়েছে । একবার নয় কয়েকবার । এবং সেটা সমালোচনার উদ্দেশ্যে নয়, শত্রুতা বসত। ব্লগে কারো সাথে আমার কোন শত্রুতা নেই। কয়েকজন অপছন্দের মানুষ আছে । তাদের পোস্ট আমি এড়িয়ে চলি । তবে কেউ আমার পিছে লাগলে সেটা আমি মনে রাখি । এছাড়া অন্য কারো পিছে আমি পড়ে থাকি না । জনৈক ব্লগার পরিস্কার ভাবে আমাকে অপছন্দ করেন । তার কারণও আছে । তার কিছু অকাজ আমি ধরিয়ে দিয়েছি । কেন ধরিয়ে দিলাম এটাই হচ্ছে সমস্যা । ব্লগে আমাকে কে অপছন্দ করলো সেটা নিয়ে আমি খুব একটা চিন্তিতও না । কারণ এখনও পর্যন্ত ব্লগে আমি একটা এমন কাজ করি নি যেটা প্রকাশ পেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে ।
আর মডারেটকে আমি এই স্বাধীনতা দিলাম যে যদি ঐ নিকের সাথে আমার কোন সংযোগ তারা খুজে পেয়ে থাকে তা যেন প্রকাশ করে । আমার এতে কোন আপত্তি নেই ।
আশা করবো, মাল্টিনিক নিয়ে হাস্যকর কাজ কর্ম বন্ধ হবে । আবারও বলছি যে মাল্টিনিক থাকাটা কোন সমস্যা না । কেবল মাল্টি দিয়ে অকাজ না করলেই হল !
এটা একটা সাময়িক পোস্ট । বেশি সময় পোস্টটা রাখবো না । নিজের নামে আসা অভিযোগের পরিপেক্ষিতে পোস্ট করা হল ।
যারা এতো সময় ধরে পড়েছেন তাদেরকে একটা গান শোনাই । এই গানটা গত দুইদিন ধরে একাধারে শুনেই যাচ্ছি । ভাষা কিছুই বুঝছি না, ইংরেজির কয়েকটা লাইন বাদ দিয়ে কিন্তু শুনতে বেশ মজা লাগছে ।
ছবি সুত্র
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



