
মিডজার্নি এআইয়ের নাম আপনারা এরই ভেতরে শুনে থাকবেন । যদি না জেনে থাকেন তাহলে ছোট করে বলি যে এটা একটা ইমেজ জেনারেটর। আপনি একটা কমান্ড দিবেন এআই সেই অনুযায়ী আপনার ছবি একে দিবে । ধরুন আপনি লিখলেন একটি মানুষ যার একটা হাত বেশি লম্বা একটা পা বেশি খাটো, তিনটা চোখ, ঠিক এই অনুযায়ীই মিডজার্নি এআই আপনার জন্য ছবিটা একে দেবে ! এই যে উপরে যে ছবিটা দেখছেন, ওটা কিন্তু এই মিডজার্নি এআই দিয়ে আঁকা । আমি কেবল কমান্ড দিয়েছি ''এ লোগো ফর সামহোয়্যারইণ ব্লগ'' । আরও বিস্তারিত কমান্ড দিলে অবশ্য ছবিটা আরও অন্য রকম হত ! আপনি যত বিস্তারিত ভাবে বর্ণনা দিবেন আপনার ছবি তত ফুটে উঠবে ! এই এআই ব্যবহার করেই কদিন বেশ কয়েকটা ছবি জেনারেট করলাম । ফেসবুকেই ছবি গুলো শেয়ার করি সব সময় । ব্লগারদের সাথেও ছবি গুলো শেয়ার করা যাক !
প্রথম ছবিটা আঁকতে গিয়ে বলেছিলাম যে লেগের মাঝে একটা ট্রি হাউজ, মাথার উপরে থাকবে বর চাঁদ ! দেখুন কি ছবি এসেছে

গত শুক্রবার ট্যুরে যাওয়ার কথা ছিল । বাংলাদেশের সর্বোচ্চ চুড়া তাজিংডংয়ে যাওয়ার কথা ছিল । একেবারে শেষ মুহুর্তে এসে ট্যুর ক্যান্সেল হয় । মনের দুঃখে মিডজার্নি এআইকে কমান্ড দিলাম পাহাড়ে ট্রাকিংয়ের । ফল আপনারাই দেখুন



ঢাকাতে যদি জম্বি ব্রেক থ্রু হয়, তাহলে কেমন হবে চিত্রটা !



এআইকে বলেছিলাম মৃত্যুর পরে মানব দেহ ছেড়ে এগিয়ে যায় অনন্ত মুক্তির দিকে । কেমন হবে সেই যাত্রা -


এন এঞ্জেল ইন দ্যা হেল



কন্যার সাথে বৃষ্টির দিনে একই ছাতার নিচে ...

বৃষ্টির দিনে কন্যার সাথে কফি ডেট

বৃষ্টির দিনে কন্যার সাথে ঢাকার পথে হাটাহাটি

সুন্দরী কন্যা


পাহাড়, নদী আর বন




শহুরে ম্যাও আর লম্বা বিল্ডিং আকাশে মেঘ

জানালার ওপাশে

বিষন্ন কন্যার মত আকাশও আজ বিষন্ন

এই ছবিটার কমান্ড কী দিয়েছিলাম সেটা বলবো না তবে ছবিটা চমৎকার এসেছে

সব শেষে নিজের ছবি আকার চেষ্টা করলাম । লিখলাম এ ফেস অব অপু তানভীর । বেটা কী ছবি আঁকলো

ব্লগাররাও চেষ্টা করে দেখতে পারেন । কিভাবে ছবি আঁকতে হবে সেটা গুগলে সার্চ দিলেই খুজে পাবেন । ইউটিউবে এই নিয়ে অনেক টিউটেরিয়াল পাবেন ! সেগুলো দেখেই আশা করি ছবি আঁকতে পারবেন ! নিচে একটা ইউটিউব ভিডিওর লিংক দিলাম । এই ভিডিওটা দেখলে আশা করি পারবেন ! সো দেরি কেন করছেন আপনিও আর্টিস্ট হয়ে উঠুন !
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




