
এদিকে পৃথিবী ধ্বংস হতে চলেছে অথচ আমার এদিকে কোন খবর নেই । আমি যে সেই ঘুমিয়ে আছি আর উঠার নাম নেই । এখন পুরো পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার কী হবে ! যদি ঘুমের ভেতরে উপরে চলে যাই তাহলে উপায় আছে ! এখনও একটা ম্যাকবুক কেনা বাকি । কত দিন ধরে শখ আমার একটা ম্যাক বুক কিনবো । তারপর সেই ম্যাকবুক থেকে সামুতে পোস্ট লিখবো সেই আশা তো অপূর্ণই রয়ে যাবে ।
পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন গুজব প্রায়ই আমাদের চোখের সামনে আসে । আর এখন এই ফেসবুক টিকটকের জামানায় এই ব্যাপারটা সবার কাছে মানে এই গুজব ছড়িয়ে পড়াটা বেশ সহজ । এবং সাধারণ মানুষ তা সহজে বিশ্বাসও করে নেয় । কেবল কিছু একটা বানিয়ে নেটে ছেড়ে দিলেই হয়, ব্যাস মানুষ সমানে সেই জিনিস শেয়ার দেওয়া শুরু করে । সত্য মিথ্যা যাচাইয়ের নাম নেই । তবে এই গুজব যে কেবল নেটের মাধ্যমে ছড়ায় সেটাও কিন্তু না । আমার মনে আছে তখন ইন্টারনেটের যুগ ছিল না । সালটা ২০০০ । বছরের শুরুর দিকে শোনা গেল যে ঐ বছর ৫ই মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে । বড় বড় এস্ট্রোলজার এই ব্যাপারে মত দিলেন । তারা গ্রহ নক্ষত্র পরীক্ষা করে বললেন যে ঐ দিন মানে ৫ই মে ২০০০ সালে সূর্য্যের এক দিকে পৃথিবী আর ঠিক তার উল্টো দিকে সৌর জগতের বাকি গ্রহ গুলোর অবস্থান থাকবে একেবারে সরল রৈখিক ভাবে । এবং সেই সব গ্রহের মধ্যাকর্ষণ বলে পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে যাবে সূর্যের দিকে । এবং সেখানেই পৃথিবীর ইতি ঘটবে । তখন তো আর এতো নেটফেট ছিল না । এই সব তথ্য যাচাই বাছাই করার কোন উপায় ছিল না । মানুষজন খুব ভাল ভাবেই গুজবটা গিলেছিলো । পত্রিকা নিয়মিত এটা নিয়ে নিউজ হচ্ছিলো । আমার মনে আছে এই পৃথিবী ধ্বংশ নিয়ে বিটিভিতে একটা নাটক দেখেছিলাম । লিটু আনামের অভিনীত নাটক । নাটকের কাহিনীটা অনেকটা এই রকম ছিল যে লিটু আনামের বাবা ছিল খুব কৃপন । সে কিছুতেই টাকা খরচ করতে চায় না । তবে যখন শোনা গেল যে ৫ই মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন সে হাত খুলে খরচ করতে শুরু করলো । এই কাহিনী টুকু আমার মনে আছে !
এবং যতই দিনটা এগিয়ে আসছিলো ততই মানুষের ভেতরে উৎকন্ঠা বাড়ছিলো । সবার মনে একই প্রশ্ন পৃথিবী কি আসলেই ধ্বংস হয়ে যাবে ! তার উপর দিনটি ছিল শুক্রবার । এই দিনেই তো কেয়ামত হওয়ার কথা । ব্যাপারটা ঘটছিলো বেশ । সবাই সবার দেনা পাওনা মিটিয়ে দিচ্ছিলো । বিবাদ মিটিয়ে ফেলছিলো । সবাই সবার কাছ থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছিলো । আমার এও মনে আছে যে ঐদিন জুমুআর নামাজে বিশেষ দোয়াও করা হয়েছিলো সবার জন্য ।
কিন্তু দেখা গেল পৃথিবী ধ্বংস হল না ।
এরপর আরও কয়েকবার এমন হয়েছে । গুগলে সার্চ দিলেই এমন অনেক গুলো তারিখ আপনারা খুজে পাবেন । এখন এই ইন্টারনেটের যুগে এসেও মানুষ এসব গুজব ছড়ায় । এবং তার থেকেও অবাক করা বিষয় যে মানুষ তা বিশ্বাসও করে নেয় । ফেসবুকে কয়েকদিন ধরেই এই গুজব চলছে যে ১৫ই রমজানের দিন পৃথিবী ধ্বংশ হবে বেলা বারোটার সময়ে । আবার কেউ কেউ বলছে বিকাল তিনটা থেকে নয়টার ভেতরে ধ্বংস হবে !
কাল যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাহলে কোন কাজটা না করতে পারার জন্য আপনার মনে আফসোস থাকবে?
আমি হিসাব করে দেখলাম যে জীবনের কাছ থেকে আমার কিছুই বলতে চাওয়ার নেই । যা পাওয়ার পেয়ে গেছি যা পাই নি তা নিয়ে কোন আফসোস নেই । তবে অনেক গুলো কেনা বই জমা হয়ে আছে । এই বই গুলো না পড়ে মারা গেলে আফসোস তো থাকবেই ।
এছাড়া আরও একটা ব্যাপার নিয়ে আফসোস থাকবে । একটা চাওয়া !
কী সেটা সেটা না হয় নাই বললাম । একান্তই আমার নিজের ভেতরেই থাকুক ।
তবে কাল যদি পৃথিবী ধ্বংসই হয়ে যায় সামুর সর্বশেষ পোস্টটা আমি দিতে দিতে চাই । অনেক গুলো পোস্ট ড্রাফট করে রাখা আছে । সেগুলোর ভেতরে একটা পোস্ট দিয়ে দিবো । বলা হচ্ছে যে একটা বিরাট আওয়াজ শোনা যাবে । আওয়াজ শোনা গেলেই পোস্ট করবো । আপনার কিন্তু কেউ পোস্ট করবেন না । আমিই হতে শেষ চাই সামুর শেষ পোস্ট প্রকাশকারী !
পানি গরম করতে দিয়েছি চুলায় !
শেষ কফিটা খাইয়া আসি !
pic source
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



