মহাজোট তথা আওয়ামীলীগ দিন বদলের সনদ বাস্তবায়নের বাজেট পেশ করেছে।এই বাজেটের তিনটি দিক তুলে ধরতে চাই।তথ্যও উপাত্ত পত্র-পত্রিকায় পাওয়া যাবে,আমি এখানে সাধারন বিষয়গুলো তুলে ধরবো।
বৈশিষ্ট/নতুনত্বঃ
০১.রাজস্বখাত ও অনুন্নোয়নখাত একিত্রত করন।
০২.প্রাইভেট-পাবলিক-পার্টনারশীপ(পিপিপি)
০৩.সামাজিক নিরাপত্তা বলয় বৃদ্ধি।
০৪.বিদ্যুত খাতে বরাদ্ধ।
০৫.কৃষিখাতে ভর্তুকি প্রদান।
০৬.দেশীয় শিল্পখাতকে উৎসাহিতকরন।
০৭.বেকার যুবকদের জন্য ন্যাশনাল র্সাভিস প্রর্বতন।
০৮.ভূমিজরীপ ব্যবস্থাপনায় ডিজিটাল ব্যবস্থার প্রর্বতন।
০৯.টেক্স বৃিদ্ধ না করে বড় বাজেট পেশ।
১০.মন্দা অর্থনৈতিক অবস্থায় ব্যাপক ভর্তুিক প্রদান।
১১.ব্যাপক র্কমসংস্থানের ব্যবস্থা।
১২.যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাজেটে বরাদ্ধ রাখা।
বাজেটের নেতিবাচক দিক গুলোঃ
০১.ঘাটতি বাজেট।
০২.ব্যাংক ঋণ নির্ভর।
০৩.১০% হারে কর দিয়ে কালো টাকা সাদা করা।
বাজেটের চ্যালেঞ্জঃ
০১.বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতা সমূহ।
০২.বাজস্ব আদায়।
০৩.আমলাতান্রিক জটিলতা।
০৪.নির্দিষ্ট সময়ে গুনগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন।
০৫প্রকল্প বাস্তবায়ন ক্ষেত্রে নিজ দলীয় লোকদের বিরোধিতাও আধিপত্য বিস্তার রোধ ।
০৬.বিরোধীদলের অসহযোগিতা।
০৭.ব্যবসায়ীদের সিন্ডিকেট ।
সবশেষে বলাযায়, এই বাজেটে জনগনের ভোটের প্রতিফন ঘটেছে।
মোঃ মনির হোসেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





