প্রথম আলো বদলে যাওয়ার বদলে দেবার শপথ করেছে কিছু সংখ্যক লোক দিয়ে। কিন্তু বাস্তবে এতে কিছু কিশোর-কিশোরী,বুড়ো-বুড়ি,এদের অধিকাংশ-ই ভাললোক,যারা খারাপ কাজে জড়িত নয় বা হয়নি।আমি এর বিরোধিতা করছিনা বা নিরুঃসাহিত করছিনা।এই মহতী উদ্যেগের শুভকামনা করছি।সেই সাথে সংশয় ওপ্রকাশ করছি।কারন যাদের/যারা শপথ করা জরুরী ছিল তাদের অনেকেই এতে সাড়া দেয়নি। প্রত্যেকেই প্রথমে নিজের বিবেবকের পরির্বতন প্রয়োজন নতুবা সহজে পরির্বতন হবে না।ছোট্ট বাস্তব উদাহরনঃ আমি সেলুনে চুল কাটছি তখন দুই ছেলে আসে তখন ঘড়ির কাটা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছিল তখন ঐ দুই ছেলে এবং একজন সরকারী লোক ঘড়ির কাটা এগিয়ে নেয়নি।এমন হয়তো আরো অনেক আছে।সকুল গুলো ও সেই সাথে এক ঘন্টা ক্লাসের সময় পিছিয়ে দিয়েছে।তাই দিন বদল বা বদলৈ যাও- বদলৈ দাও অনেক কটিন বিষয় । আমাদের মানসিকতার /ধ্যান ধারনা বদলাতে হবে আগে।কথায় অাছে ঃCharity begins at home. আরেকটি কথা মনে পড়ে গেল খন্দকার দেলোয়ার হোসেনের ও ব্যরিষ্টার জমীর উদ্দিনের কথা, যে ব্যাক্তিদ্বয় এত অনিয়ম-অর্থ তছরুপ করেছে,কমেনকি আসবাব পত্র ও।তারা-ই আবার প্রতিদিন ঘটা করে নীতি কথা শুনাচ্ছে। কি করে বদলাবেন?যদি বিবেক থাকতো তবে লজ্জায় মুখ দেখাত না। এমন কি বি এন পির চেয়ার পার্সন ও কোন ব্যবস্থা নেয়নি। দলের মুখপাত্র হিসেবে প্রতিদিন মুখ দেখার সুযোগ করে দিয়েছে।এ জাতিকে কত বোকা ভেবেছে?এরা বদলাবে না বদলাতে হবে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





