অনেক দিন ভাবছি টিঅইবি নিয়ে দু"টি কথা লিখব,কিন্তু সময় পাচ্ছিলাম না । সম্প্রতি TIB Parliament Watch report প্রকাশ করেছে।এতে দেশের ০৫কোটি টাকা ক্ষতি হয়েছে কোরাম সংকটের কারনে।প্রশ্ন উঠেছে report নিয়ে,খোদ স্পিকার এতে আপত্তি করেফেন।TIB এর দুর্নীতি বিষয়ক report নিয়ে ও সমালোচনা হয়েছে।তবে দুর্নীতি যে দেশে শিকর গেড়েছে এতে কোন দ্বি-মত নেই কারো।TIB"র কাজ ও উদ্দেশ্য নিঃসন্দেহে মহত। কৌশলগত হ্রুটির এর কারনে প্রতিক্রিয়া যেমন হয়েছে তেমনি দেশের অনেক বড় ক্ষতি ও হয়েছে। উপকার যে হয়নি তা অশ্বিকার করছিনা।স্বভাবতই প্রশ্ন জাগে কি ক্ষতি হয়েছে।দুর্নীতি নিরোধী প্রচার অভিযান ও দুর্নীতিবাজ হিসেবে রাজনীতিবিদ,সরকারী আমলা কর্মকর্তা জড়ীত এই ব্যাপক প্রচার এর ফলে দুনীতি বাজদের লজ্জার ঘোমটা খুলে গেছে/লজ্জা ভেগ্ঙে গেছে।যে বিষয়টি নিয়ে দুর্নীতিবাজ মানুষ লজ্জাপেত /মাথা নত করে থাকতো, তারা এখন আর তা মনে করেনা।বিষয়টি গায়ে সহে গেছে।দুর্নীতিবাজদের একত্রিত করেছে।শেষ ক্ষতিটি করেছে দুদুক।যে ক্ষতি অপুরনীয়।দুদুক ও টিআইবি গত দুই বছরে দুর্নীতিরোধে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।সে বিয়য়ে যাব না।মাইনাস টু করতে য়ে এখন অনেক দুর্নীতিবাজ ফাকঁদিয়ে বের হয়ে যাবে।আমার বত্তব্য হচ্ছে এই Sensitive Issueটি নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক কেশৈলী হ্ওয়া প্রয়োজন ছিল।হয়তো কেশৈলি ছিলেন তথাপি আমি মনে করি কেশৈল সঠিক ছিলনা।যার ফলে এ নিয়ে বার বার প্রশ্ন উঠছে।এটি এখন স্বাভাবিক বিষয় সমাজ।এখন আর কেহ লজ্জা পায় না ।শুধু রাজণীতিবিদ/ সরকারী কর্মকর্তা কেন?অনেক বেসরকারী প্রতিষ্ঠান,NGO,কিছু দাতা সংস্থা ও দুণীতিতে আকন্ঠ নিমজ্জিত।তাদের চারিদিকে এখন সুরক্ষাবর্ম দিয়ে ঘেরা।আর তা সম্ভব হয়েছে লজ্জার ঘোমটা খূলে ফেলার কারনে।এর ফলে Parliamentary Committee কেও এখন কেহ মানেনা।
আলোচিত ব্লগ
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।