শিঁকড়নামা
শিঁকড়ের খোঁজ নিয়ে লাভ কি
সে তো আজ মর্ত্যের গভীর অন্ধকারে সাঁতরাচ্ছে
সে তো উঁকি দিচ্ছে না তোমার পানে
জন্মের পরেই তো তুমি কেন,
সে তার কোন ফসলের খবরই রাখে নি
তার কাজই এই আলোর খনিতে তোমাকে,তোমাদের আনা।
সে জানে এই খনিতে আলোর সাথে যে অন্ধকারকে
খুঁড়ে বের করতে পারবে পূর্ণতা আসবে তারই।
নতুবা আলোর সাথে আলোর ঝলসানিতে
পুড়ে ছাই হবে সে।
অন্ধকারকেই বের করে আনো তীব্রতম আলোর খনি হতে
এখন যে অন্ধকারেরই জয়গান।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





