শামীম আজাদ
আরোহন
কী ভাবে চেঁছে যাচেছ লেপ্টে থাকা ইচ্ছা
বুকেই বেওয়ারিশ হয়ে যাচ্ছে অনন্ত পিপাসা
মগজের ম্যানুয়েলে বসা সাদা কবুতর
হয়ে গেছে জীবণের জেলিহীণ বাটি
মিথের ময়ানে ময়ানে জলেস্বরী বুড়ি গঙ্গা সূতানটি
স্মরণের কাঁচে বসে গেছে সিথর
রক্তের কাঁটা আর সহ্য হয়না
তাই আমি বৃশাখা কেটে কেটে শামুখের স্লাঘা দেখে নিচিছ
অজগর গরমেও বইমেলা ভাঙিনি
আর তাই তষ্কর পাখিরা হতে পারেনি পঙিখরাজ
র্দূবিনীত নতুন পাথরের ঘষায় কি এসে যায়
কাননে কার্বন চাষের ইজারা কারো নেই
দাদা পৈরদাদার কসম
পড়ে থাক র্দূবিনীত পাঁজর আরো নিরানব্বুই বছর
রাত্রি আসবে যখন অন্ধকার নিতে
রক্তের কাঁটা আর দিওনা সেখানে
আর আলোর জন্য প্রভাত এলে
জন্মের দাগে উঠে বসো খালি হাতে . . .
১৮.০৩.১০
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




