শামীম আজাদ
শ্বাশত
বাদক, এখন তোমারও যে বংশ গেল!
ক্ষয়িষ্ণু প্রান্তমূলে কেন চারা রুয়ে ছিলে
চেড়া কাঠে রুচি-বীজ নতুন কৌশল
ছেঁড়া ছেঁড়া তাপ
আর থিতু জলে অগ্নি-অপরাহ্ন . . .
তোমাকেতো ভাবিনি মানব
ভেবেছি অভিজ্ঞান
ব্রহ্মচারী বৃত্তে স্বপ্নফনা
তিমিরের তটে গাঁথা সোনার পশম
তাই নিস্তেজ ময়ূরের পুচ্ছে পরেছে পা
পুড়ে যাচ্ছে মৃদঙ্গের গা
কিন্তু বালির বর্ধিষ্ণু বাঁধ সেও যে ক্ষণস্থায়ী
মেঘের মহুয়া কি আর থাকে সেই স্থুপে!
লহুর লবন ফূঁড়ে এখন দাঁড়াবো কোথায়?
নিসিন্দা নন্দিনী তাই দ্বিধা হয়ে গেছি
চুল ও চামড়া ফেটে পড়ে যাচ্ছে সকল গোলাপ
জন্মান্ধ জুপিটার তবে কি
এভাবেই ঠোঁট রাখে ঘ্রাণের ওপর
বংশীবাদিরা শ্রুতির অপক্ষা করেনা
শুধু বেজে বেজে যায় . . .
১১.০৮.০৯ লন্ডন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




