শামীম আজাদ
রেখা ও রঙের নাটক
ঐ অপার্থিব রত্নদীক্ষা আজ বড় যৌক্তিক লাগে
এ ব্যাপক আন্ধাইরে আজ তারে বড় অদ্ভূত লাগে
জীবণ ও জল যে পারস্পরিক
তীর্যক সঙ্গীতের বন্দিশ যে জ্যামিতিক এক মহা সমাবেশ
যৌবনের যুক্ততা লম্বমান আনুভৌমিক
এতদিনে তার কথা ভেবে
ভাটি চোখের ছানিতে হাঁটি
ভারসাম্যবিহীন কী এক প্রবল উজানে
আকাশ ও আবাসের মাঝে দূর্দান্ত রেখা দাঁড়িয়ে যায়
কাঁচা বরফে পাখিদের পদাঙ্ক সুস্পষ্ট দেখা যায়
দন্ডের দড়ি থেকে নেমে যাই হ্রদে
জীবণের মদে
নবদ্বীপ ও নাড়াঙ্গীবন ফুঁড়ে ছুটে যায় বাসভরা বকুল
কী এক সুগন্ধমন
এর আগে কখনোকি পেয়েছি এমন
আকাশের শিরা উপশিরায়
মেঘ হেঁটে যায়
বুকের বোতাম খুলে চন্দ্রিমা কপালের চুল অলখে সরায়
ঐ ঈশানে কারা যেনো বুনেছিলো এক খন্ড মমতার মাঠ?
চারিদিকে পতনের শব্দ
মাথাহীন প্রতিজ্ঞাগুলোকি এসেছে নামিয়া
সাগরের কূলে পড়ে থাকা পুরোনো পাথর
বিরক্ত সূর্যের হাত গলে ছিট্েক যাওয়া সূর্যের ঝাল
মানুষের মিউজিয়ামে আমি থ হয়ে যাই
পশুর পাঠশালায় ...
এক সনাতনী ম্যাগপাই
র্মাচ ২০১০
ঢাকা
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১০ ভোর ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




