তোমার কাছে চাইনি বেশি কিছু
শুধুমাত্র সান্ধ্য পূজার বাসি দুটো ফুল
আর মনের ছবিতে আজও না ফোটানো এক রং।
আমি তো দেখতে চাইনি সারাবিশ্বের দৃষ্টিনন্দিত সব কিছু
শুধুমাত্র শরতের আকাশে নির্মেঘ তীব্র নীল
আর মনে ঝড় ওঠানো এক ঋতু।
আমিতো শুনতে চাইনি কুহকের আহবান
শুধুমাত্র শ্রাবণ সন্ধ্যার একটি বেদনা জাগানো গান
আর চিরায়ত এক শব্দ, 'ভলোবাসি'।
আমর অন্তর হয়ে আছে নদীর জলহীন শুষ্ক বালুচর,
সর্বস্ব হারানো এক ক্লান্ত মনবিহারীর মতন নিঃস্ব,
শুধু এতটুকু আমায় দাও।
কারও কারও কাছে হতে পারে এসব মূল্যহীন
আমি তিনটে ইন্দ্রীয়তে শুধু এই চাই।
তাতেই আমি যোগ -বিয়োগের জীবন খেলায় হয়ে যাব পূর্ণ
পেয়ে যাব সারা বিশ্ব।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




