আমি নিজেকে বোকা মেয়ে বলেই মনে করি, ব্লগের এই নামটির যুক্তিসঙ্গত কারণও রয়েছে।
আমার বান্ধবীরা যখন হুমায়ুন আহমেদের ভক্ত তখন আমি ভক্ত হলাম শামসুর রাহমানের কবিতার। তাইতো-
কষ্ট তার লিখে নাম বোকামেয়ের ললাটে
নষ্টরা সব নক করে, বুকের বদ্ধ কপাটে।
বখাটেরা যখন কঠিন জিনিস বলে টিপ্পনি দেয় তখন বান্ধবীরা মুখ বুজে সহ্য করে, ঝামেলা এড়ায়; আর আমি সুযোগ বুঝে চড় দেই, বকা দেই।
প্রতিষ্ঠিত বনেদী পাত্ররা যখন পাণিপ্রার্থী হল, তখন রাজি হই নি। অথচ এক লম্পট কবিকে ভালবেসে বিয়ে করলাম। এক মাসের স্বামীর সাথে এক ঘরে থেকেছি ৭ দিন। সাধারণ বোকামো। তবুওতো জৈবিক চাহিদা মেটাতে পারছিলাম। আরো বোকামো করলাম ওকে ডিভোর্স দিয়ে। এখন শরীর কথা বললেও আমি চুপ থাকি।
আমার কয়েকজন বান্ধবী আছে বিএনপির শেষ দিকেও দেখেছি বিএনপিমনা; তত্বাবধায়কের ঘোর সমর্থক হয়ে গেল এখন দেখি আওয়ামীলীগ করে। আর আমি উল্টোটা। বিএনপির শেষ দিকে সমর্থক ছিলাম আলীগের। তত্ত্বাবধায়কের ঘোর বিরোধী এখন ছাত্রলীগের কাজকর্মে আলীগ বিরোধী হয়ে যাচ্ছি। বোকামেয়ে না হলে এমনটা কী হয়?
ক্লাস টেনে উঠেই প্রাইভেট পড়াটা ছেড়ে দিলাম। অথচ প্রাইভেটেই সংক্ষিপ্ততম প্রশ্নপত্র পাওয়া যায়। এখন আর প্রাইভেট পড়ি না। স্যার বলেন, তুমি এসো। আমি যাই না। এসএসসি ও এইচএসসিতে প্রাকটিক্যালে কম নাম্বার পেলাম। উচ্চ পর্যায়ে, অনেক শিক্ষক রয়েছেন যারা সুন্দরী ছাত্রীদের একটু নিভৃতে পেতে চান। এর বিনিময়ে নাম্বার বাড়ে। আমি বোকামেয়ে ব্যাপারটা না বুঝেই কাটিয়ে দিচ্ছি।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




