ডয়চে ভেলে তে আজ একটা ছবি প্রতিবেদন দেখলাম। এটা নিয়ে লিখছি।
অনেক পুরুষরাই এমনটা মনে করেন যে একজন নারীর কুমারিত্ম আছে কি না
বিয়ের পূর্বে তার যাচাইয়ের প্রয়োজন আছে । বিষয়টা হাস্যকর মনে হয় আমার কাছে।
কারন এ ধরনের যাচাইয়ের পরীক্ষা পুরুষের ক্ষেত্রে সম্ভব হলেও তা নির্ভরযোগ্য না কারন পুরুষদের ক্ষেত্রে ঘটনাটা
হস্তমৈথুন দাঁড়াও ঘটতে পারে একি ভাবে নারীর ক্ষেত্রেও । নারীর ক্ষেত্রে এ বিষয়টি যতটুকু আনন্দদায়ক হবে তার চেয়ে বেশি কষ্টদায়ক হয়ে থাকে ।
সুতরাং এ ক্ষেত্রে পরীক্ষা করাটা হল একটা ফালতু কাজ যা শুধু অপ্রয়জনীয় না
একজন মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ। আর verginity test সেক্স করার সময় মেয়েদের ক্ষেত্রে যেভাবে বোঝা যায় ছেলেদের ক্ষেত্রে
সেভাবে বোঝার কোন উপায় নেই । ছেলেদেরটা বোঝা বেশ সুক্ষ্ম বিষয় যা বোঝার জন্য আলাদা ব্যবস্থা নেয়া লাগতে পারে।
আসলে এই বিষয়টা একান্তই একজন নারী পুরুষের দৈহিক বিষয় । শুধু দৈহিক বিষয় না মানুষিকও। ধরুন আপনি একজন পুরুষ মানুষ । বিয়ে করবেন।
খুব ইচ্ছা কুমারী মেয়ে বিয়ে করবেন । কিন্তু বয়স দিয়ে বুঝতে পারছেন না কোনভাবেই । সেই ক্ষেত্রে অস্বস্থিজনক verginity test করার
প্রয়োজন নেই। জিজ্ঞেস করলেই হয়ে যায় । যদি সেক্স করার পর আপনি বোঝেন সে কুমারী না তবে হয় মিথ্যে বলেছে না হয় অন্য যে কোন কারন থাকতে পারে।
আর আপনি যদি এই কারনে বিবাহিত স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেন সেটাও সন্তসজনক কিছু না কারন একেবারে নিশ্চিত অবার উপায় নেই কিভাবে এটা
হয়েছিল। আর আপনি যে বেশ্যার সাথে বিয়ের আগে সম্পর্ক করেন নি তার কোন জবাব দিতে পারবেন না।
আমার সবচেয়ে কাছের যে বন্ধু সে এখন ইঞ্জিনিয়ার তবে প্রেম করার আগে ডজনখানেক বার বেশ্যার কাছে গিয়েছে ।
বেশ্যারা তার মাথা ঠান্ডা না করলে পড়ালেখা হত না । এই বেশ্যাদের জন্য সে টিউশনি করাত । আমি কি বন্ধুর বাশর রাতে গিয়ে বিবি সাহেবা কে এই সাক্ষ্য দিয়ে
আসব যে উনি সাচ্চা মুসলমান ! আর মুসলিম হবার সাথে এর কি সম্পর্ক (উল্লেখ্য আমি মুসলিম) ? এটা শারিরিক যন্ত্রনা ছাড়া কিছুই না যার উপশম
না হবার পেছনে একমাত্র দায়ী আমাদের পিতা-মাতা এবং সমাজের ইসলামকে চর্চা করার চরম ব্যার্থতা। কোন পুরুষের ২৫-৩০ বছর বয়সী বা ২২/২৩ বছর বয়সী
কোন মেয়েকে এই প্রশ্ন করা ঠিক না সে vergin কি না। আসলে verginity একটা মেয়ের কাছে গর্বের বিষয় যা প্রথম সেক্সের
সময় সে বলে থাকে । না বললে বার বার এ বিষয়ে প্রশ্ন করার কোন মানে নেই । আর organic mechanism মেয়েদেরটা পুরুষদের
থেকে বেশি অবাক করার মত সুতরাং বোঝার উপায় থেকেই যায় ।
মেয়েদের একটা বিষয় ভালভাবে বোঝা উচিত যে পতিতারা বিষাক্ত থাকতে পারে কিন্তু মেয়েরা এই মধু সময় মত কাউকে পান করতে না দিলে সমাজ তার মত করে
ব্যবস্থা করে নেয়। আমি আমার জুনিয়র মেটদের সব সময় বলি-'তোমরা সব সময় জোড়ায় জোড়ায় থাকার চেষ্টা কর। দেখ যে কোন কাজ অনেক
ঠান্ডাভাবে করতে পারবা। যে কোন মেয়ের সাথে সেক্স করার এবং তাকে কিস করার যে স্বাদ তা একই রকম। '
আমি আমার জীবনে যাকেই পেয়েছি কখনই বুঝতে দেইনি সে অসুন্দর কারন আমি তার শরীরকে সবসময়ই উপভোগ করতাম ।
আলোচিত ব্লগ
বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা
বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।
ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।