
দেখি দ্বিধা নেই,সাড়া নেই
রুদ্ধ-প্রতিরুদ্ধ র্বতমান
শুন্যতার দাহ ,বিবর্ন আর্তনাদ
পাপবদ্ধি নিজের ভেতরে
নিরুত্তর অবসন্ন পৃথবী
ঈশ্বররে অসম ভালোবাসা
দেখি নিজের ভেতরে পারমানবিক ভালোবাসার ফিশান ফিউশান
দেখি ক্লনিং জন্ম মৃত্যু
দৃশ্যরা ফুরিয়ে যায় ক্রমশ।
নিজেরই বিনির্মান স্বরচতি দ্রোহে।ছায়াহীন আমিহীন কমেন নিদ্রিত রূপসী আগুন।আমি নি:শব্দ তবু প্রতদ্ধিনি আমাকে ঘিরে।আমিও পতিত প্রিতক্ষার ত্বরণে।কোয়ান্টাম রোগাক্রান্ত ঐ দগিন্তরে হলুদ ফনোরাশরি ভেতরে।
একই দৃশ্য প্রতিদিন গৃহের অ্যালবামে
একই জানলা নিভৃতে জীবন্ত ফ্রেম
একই র্তীঁথে পেলিকান শতবার স্রোতরে অভমিুখ
একই দৃশ্যরে অসহ্য উত্তাপে
ঘুমোলেই চোখ যেন অধিক সুন্দর
ঝুলে আছি অ্যাবর্সাড পূর্নিমার ঝুলন্ত ব্রিজে।আমার দিকে চেয়ে আছে অসহায় ঘড়রি কাটা।আকাশে আমার র্দীঘশ্বাস ভরা বেলুনের মেঘ। বিষাদের উদয়-অস্ত কেমন অর্থহীন।কেটে যাচ্ছে প্রতীক্ষার র্দীঘতম নদী,বয়ে যাচ্ছে ভেতরে নিয়তির র্দীঘতম নদী।রলেরে পাশে দাঁড়িয়ে প্রতদিনি দেখি ছায়াদের মৃত্যুর আেভ্যস।প্রতনিয়িত বেচে থাকাই হয়ে উঠেছে হেলুসিনেশান।ইদানিং নিজেকেই যেন বেশী ভয় পাই।
আমিই নিহত আমিই হত্যাকারী
আমিই শৃঙ্খল,আমিই নির্বাসিত
আমারই জারক রসে আমিই জারতি
নিজেরি উত্তাপে ফেটে যায় নিজস্ব করোটি
অথচ শরীর থেকে উঠে গেছে মানুষ হয়ে ওঠার হলফনামা
রক্তবক্ষৃ ছাড়া আর কিছুই যেন নই আমি
নিওতির ধুলোবালি ওড়নো মহাকাশে
তুমি আমি বীতশ্রদ্ধ টিকে গেছি ঠিক,
বোহমেয়িআন শব্দরা কতকাল টিকে থাকে মহাকাশে ?
তবু শুয়ে থাকি ঈশ্বরের অবতল ছাদরে নীচে।মৃতের মতো ঘর ভেবে প্রতদিনি ফিরে যাই শশ্মান,তারপর স্বরচিত চিতায় জ্বলে দেখি ছায়াদরে পরমায়ু কতো।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





