বরাবর
প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
বিষয়ঃ আমার ফাঁসির জন্য আবেদন।
জনাব,
নিবেদন এই যে আমি বাংলাদেশে জন্মানো একজন নাদান নাগরিক। দেশে মানুষ হত্যার উৎসব শুরু হয়েছে। রাস্তায় বেরোলেই আমার গুলি খাওয়ার ভয় কাজ করে। আমি সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকি। রাস্তায় নিশ্চিন্তে চলাচল করতে পারিনা। আমি খুবই আতঙ্কে আছি। উৎসবের বলি হতে চাই না। এ এক ভীষণ অনিশ্চয়তা।
আমি আর এই অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না। আমি আমার জীবনের আটাশ বছর পার করেছি। অনেক কিছু দেখা হলো। শোনা হলো। এতোকাল পরে আমি বুঝতে পেরেছি আমি আসলে আমার পূর্বজন্মে পাপ করেছিলাম। সেই শাস্তি স্বরুপ আমাকে সৃষ্টিকর্তা বাংলাদেশে পাঠিয়েছেন। সুতরাং আমার জন্মটাও একটা পাপ। এখানে জন্মেই আমি পাপ করেছি।
আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বাংলাদেশে জন্মাবার অপারাধে আমাকে ফাঁসি দেওয়া হোক। ফাঁসিতে ঝুলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। অনিশ্চিত জীবন থেকে নিশ্চিত মৃত্যু অনেক ভালো বলে আমি মনে করছি।
অতএব জনাবদ্বয়, আমাকে ফাঁসি দেবার সকল ব্যবস্থা গ্রহণ করে আমাকে বাধিত করতে অনুগ্রহ কামনা করছি
একজন নাদান নাগরিক
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




