হেল্প পোস্ট: এসএসসি থেকে মাস্টার্স- সকল সার্টিফিকেটে নাম সংশোধন করবো কিভাবে?
একবছরেরও বেশী সময় পরে ব্লগে একটি পোস্ট করছি। সার্টিফিকেটে নাম পরিবর্তন বিষয়ে সাহায্য চেয়ে। আমার এসএসসি থেকে মাস্টার্স- সকল সার্টিফিকেটে নাম সংশোধন করা দরকার। আমার নামের সাথে সব সার্টিফিকেটে MD বর্ণদুটি আছে। এই অর্থহীন বর্ণদুটি বাদ দিতে চাই। কারণটা হচ্ছে আমি আমার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে সংশোধিত নাম ব্যবহার করতে চাই।
নেট ঘেটে যেসব তথ্য পেলাম, তাতে এসএসসি ও এইচএসসি’র সার্টিফিকেটর জন্য আমি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং এফিডেবিট করে তারপর শিক্ষাবোর্ড থেকে নাম পরিবর্তন করে নিতে পারি। প্রক্রিয়াটা বেশ ঝামেলার। সে যাক, কিন্তু আমার গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশনের সার্টিফিকেটে কিভাবে নাম পরিবর্তন করতে পারি সে সংক্রান্ত কোন তথ্য খুঁজে পেলাম না।
ব্লগারদের মধ্যে এমন কেউ কি আছেন, যিনি এসএসসি থেকে মাস্টার্ত সব লেভেলের সার্টিফিকেটে তাদের নাম পরিবর্তন করেছেন? অনুগ্রহ করে কেউ কি জানাবেন প্রক্রিয়া কি এবং কতো সময় ও অর্থ লাগতে পারে? তথ্য দিয়ে সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




