
আমার বর্তমান অবস্হা অত্যন্ত করুন ,খালি একটার পর একটা সিগারেট খাইতেই আছি ।
কিন্তু আগে কত ভালো ছিলাম,খালি পড়ালেখা আর পড়ালেখা
সবকিছু কত সুন্দর চলছিল । হঠাৎ এক সুন্দরীর সাথে পরিচয়
তারে পটানোর জন্য কত পাম দিছিলাম
তার বিপদে আপদে পাশে দাড়াইছি
আর বিশেষ দিনে উপহার তো ছিলই
কিছুদিন পর তারে অফার করি । ও রাজী হয়ে যায় , তখন আমার খুশিতে নাচার মত অবস্হা
শুরু হল রাত জেগে কথা বলা
কিছুদিন পরে আমার বন্ধুদের সাথে তার পরিচয় করিয়ে দেই । তার রূপ দেখে বন্ধরা হিংসায় জ্বলে পুড়ে গেল
আর আমি তখন খুশিতে মিষ্টি মিষ্টি হাসি
দিনকাল কত ভালোভাবে যাচ্ছিল । হঠাৎ করে তার সাথে আরেকজনের পরিচয় হল । আমার দুইখান গেলাপ ধরায় দিয়া আমার জীবন থেকে বিদায় নিল
চারদিকে অন্ধকার দেখতে লাগলাম
হঠাৎ করে শান্তির দেখা পাইলাম
তারপর থেকে শুরু হইল আমার সিগারেট খাওয়া
বিশেষ দ্রষ্টব্য: ইহা একটি ফানপোষ্ট । কাজেই উপরের ঘটনার সাথে কারো মিল থাকলে তা কাকতালীয় ব্যপার মাএ(যদিও কারো কারো সাথে মিলে যেতে পারে
আরো কিছু মজার ছবি:
আজব কিছু ছবি(মাথা ঘুরে গেলে আমার কোন দোষ নাই
মজার কিছু I.T. জোকস (ছবিব্লগও হইতে পারে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


