একা একা পথ থেকে পথে অনেক হেটেছি আমি
রাত্রির নিরবতা হৃদয়ে করেছি ধারন,
মিতালী করেছি কতো তারাদের সনে!
তখন অনেক রাত..
ঝিমিয়ে পড়েছে সব তারার গল্প বলা
হঠাত আধার ফুড়ে নতুন গল্প নিয়ে
কে যেন মাতিয়ে গেল রাতের আকাশ!
এখনো বুঝিনি আমি...
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




