প্লাবনকন্যা
______________________________
এতটুকু নদী অতটুকু জল
পাপড়ি আধারে ব্যাথা টলোমল।
আড়ালে তার মায়ার খনি
বৃও কেন্দ্র, প্লাবনকন্যা, স্বপ্নভাঙ্গা ঘুমের রানী।
চিতায় বসে সুখের গান
করেছে সে আকন্ঠ পান
ক্লান্তির চরে আটকে রয়েছে জীবন-মৃত্যু-বাসনা।
নীল বসনায় নীলাবৃত,
অশ্রুভেজা মুখ অবনত,
লজ্জায় মরে জোছনা।
লুকায়িত ভালোবাসার সাথে
স্মৃতির সাগরে বৈঠা হাতে
দেখা হয়ে যায় কোন এক রাতে।
(বন্ধু রুবার জন্য এই এক পশলা পঙতি)
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




