জিকসেস সাহেবের একটা পোস্ট নিয়ে সবার দাবি ছিল পোস্টটা স্টিকি করার... সেটা তো করা হচ্ছেই না, বরং পোস্টটাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না...(অনেক দূরে চলে গেছে)। পোস্টটি এখানে,
Click This Link
মাননীয় মডারেটরগণের কাছে বিনীতভাবে জানতে চাই, আপনারা কোন নীতির ভিত্তিতে কোনো পোস্টকে স্টিকি করেন? এতগুলো মানুষের এতক্ষণ ধরে গলা ফাটানোর কি কোন দাম নেই আপনারদের কাছে..?
অথচ আমি দেখেছি জনকল্যাণমূলক নয়, কোন ব্যাক্তিকে প্রোমোট করার জন্যও পোস্ট স্টিকি করা হয়েছে। রেফারেন্স টাইবেন না প্লিজ, ওগুলো নিয়ে আমি এত কারবারে বিশ্বাসী না। আপনারা নিজে খোঁজ করলেই বরং পেয়ে যাবেন।
দয়া করে বলবেন আসলে সমস্যা কোথায় আপনাদের? রেব(য-ফলা পাচ্ছি না)কে ভয় পাইছেন? নাকি কারোর কথার দাম নেই আপনাদের কাছে? অটোক্র্যাট হবার প্রতিজ্ঞান করেছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




