গতকাল সন্ধার পর অনেকটা বাইন্ধা শপিংয়ে নিয়া গেসে। একটা শাড়ি কিনব। তা্ও আমার পছন্দে। এমন হারামি জন্মে দেখি নাই। আমি যেমন-তেমন জিনিসে হাত দিমু না, খারাপ হইলে দায় আমার- ট্রিকস দেখলেন..?
শাড়ি কেনার পর তার শ্বাশুড়ির শাড়ি, ননদের জামা (আগে একটা কিনেছে, এখন পছন্দ হইছে বইলা আরেকটা), শাড়ির ম্যাচিং করা স্যান্ডেল-পেটিকোট-ব্লাউজ, নাক-কান-গলার কি সব জিনিসপত্র (পুরাই ফাউল, হারামিটা জানে না না সাজলে ওরে বেশি সুন্দর দেখায়
শেষ দিকে এসে আমারে কয়, তুমি কিছু কিনবা না..? আস একটা শার্ট পছন্স করে দিই। আমি হাসমু না কানমু বুঝলাম না।
এর আগে শপিংয়ে যেতে বলেছিল। সেই মুহুর্তে পকেটে যা ছিল সব দিসি। ধারধুর কইরা মাসটা চলার জন্য কিছু টাকা ম্যানেজ করলাম সেটা্ও গেল। এখন আমি চলমু ক্যামনে..!
তয়, বাসায় আইসা একবার যখন শাড়ি-গয়না পড়ল তখন দেখলাম ভালই লাগে। মনটা একটু ভাল হইল। ভাবলাম, কাল বাড়ি যাও সোনা, শ্বশুর-শাশুড়ির লগে ঈদ কর। আমি একটু কয়দিন বেঁচে থাকি।
কিন্তু যখন সালাম কইরা কয় সালামি দাও, তখন নতুন কইরা মেজাজটা বিলা হইল। এরকটা কড়কড়ে নোট গেল।
আমি শ্যাষ...!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




