না, আর ঘুমাইয়া থাকিবার সময় নাই। এবার আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে কোমরে ঘুনসি বাঁধিয়া নামিতে হইবে, আইসিসি নামক ঘেয়ো কুকুরের ঘা সারাইতে। অবশ্য এই বড় বড় সংস্থা গুলিও বড় মাপের ঘা বহন করে। সেটা আমরা গত ফুটবল বিশ্বকাপেই দেখিয়াছি এবং হরদম দেখি রেফারীর ব্রাজিল প্রীতির মধ্যে। একটা দেশের লীগের খেলা হয়, ভাই ভাই খেলা। ওরাই আবার বিশ্বকাপ লইয়া যায়।
এর চাইতে বিশু আর নরেন'রে লইয়া মুৎসুদ্দিদের বাগানে
আমরা যে ডাংগুলি খেলিতাম সেটাই ভাল। ওইখানে বিশু খানিক কাঁদিয়া কাটিয়া খেলায় কায়দা করিতো, নরেনরে নাড়ুর লোভ দেখাইয়া মাঝে মাঝে জিতিয়া যাইতাম। কিন্তু দলেবলে কখনো মুৎসুদ্দি কাকুর ঘাড়ে উঠিয়া বসি নাই।
এরকম ক্ষণজন্মা শিল্পীকে যে বা যাহারা পথের কাঁটা ভাবিয়াছে, সেইসব নাটকীর ছাওয়ালদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হইবে। অনেক কাল ধরিয়া ওরা সাদা, তাই আমরা সব এশিয়ান এক জোট ছিলাম। এই সব করিবার সময় আর নাই। প্রয়োজনে যেই সব দেশ সাংগঠনিক পৃষ্ঠপোষকতা দিয়াছে এই দুষ্কর্মের, সেইসব দেশের বিরুদ্ধে খেলা বন্ধ রাখিতে হইবে।
এখনই সতর্ক হইবার সময় পাশ্ববর্তী ভাই-বেরাদরদের দেখিয়া আমাদের দেশীয় নটীর ছাওয়ালেরা এই অপকর্মে জড়ানোর আগেই সবার স্ক্রু টাইট দিতে হইবে। টাইটে না হইলে, ঘেয়ো কুকুরের পাছা বলিয়া বঙ্গোপসাগরে ফালাইয়া দিতে হইবে। কিন্তু কোনোভাবেই নতুন বীজাণু আমাদের বিশাল বীজাণুগারে প্রবেশ করিতে দেওয়া যাইবে না।
বব উলমার, একজন ক্ষণজন্মা শিল্পীর প্রতি অশেষ শ্রদ্ধা জানাই। বড় কষ্ট হয়, ভালবাসিয়া ও মানুষকে প্রাণ দিতে হয়, পোয়াতী শূকরের পিশাবের সমগোত্রীয় মানুষের হাতে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



