ব্লগিংএ আমি কোন কালেই রেগুলার ছিলাম না। তবে ব্লগ পড়তে আমার খুবই ভালো লাগে। মানুষের নানান কথা, নানান অভিমত এসব জেনে জেনেই আমার অনেকটা সময় কাটে।
ব্লগিং শুরু করি ২০০৯ এর মাঝামাঝি কিছু একটা সময়ে। প্রথমে ব্লগস্পটে ছিলাম। শুরুর দিকে লিখেতাম। তবে কি যে লিখতাম তার ঠিক ঠিকানা নিজেও জানতাম না। মোটামুটি একটা অনলাইন দিনপঞ্জির মতোই ব্লগটা ছিল আমার কাছে। প্রচুর ব্লগ পরতাম আমি তখন থেকেই, এখনও পড়ি। তবে এখন এত পড়ার মাঝে আগের মতন পড়ি না। ব্লগস্পট থেকে একটা সময় অনেক ফ্রেন্ড যখন চলে গেল তখন আর ওই সাইটে ভালো লাগতো না। আস্তে আস্তে ব্লগিং বন্ধ করে দেই।
কয়েকটা মাস চলে যাবার পর আবিষ্কার করলাম যে আমি প্রচন্ড বোর হই।সারাদিন তেমন কিছুই করার থাকে না। পড়াশুনার চাপটাও তেমন নেই। তো আর কি ? সোজা ফেরত চলে এলাম ব্লগিং এ। তবে এবার আর ব্লগস্পটে না। এবার ব্লগ শুরু করি wordpress দিয়ে। বেশ কিছু দিন খুব ব্লগিং করে গেছি। অনেক অনেক লেখা পড়েছি। তার কিছু দিন পরেই আমি চিটাগাং চলে যাই আমার চাচার বাসায় বেড়াতে। প্রায় এক মাস ছিলাম্ সেখানে। তারপর রোজার ঈদ ছিল। গ্রামের বাড়ি চলে গেলাম। তার কিছু দিন পরেই UK তে চলে আসতে হল। লাইফটা একদম চেঞ্জ হয়ে গেল। এত কিছুর মাঝে র ব্লগিং করা হল না।
UK এসে প্রায় ৩ মাস হতে চলল। আবারও ব্লগিং শুরু করে দেই। wordpress আর facebook নিয়েই আমার রাজ্য। মাঝে জয়েন করলাম প্রথাম আলো ব্লগ। ওই ব্লগটা আসলেই আমাকে এতো টানে। এতো ভালো লাগে ওই ব্লগটা পড়ে বেড়াতে। সেখান থেকেই শুনলাম এই somewhereinblog এর কথা। এখানে আমি কাউকেই চিনি না , জানি না। কারও লেখাও এখন অব্দি পড়ি নি। But i hope এখানে ভালোই কাটবে যাপিত জীবনের একটুখানি অংশ।
যাই হোক, আমার কথা একটু বলেই এই ব্লগটা শেষ করছি। আমি year 10 এ পড়ছি এখন ।Uk তে থাকি। এই জায়গাটা আমার একদমই পছন্দ না।সব কিছুই কেমন যেন কঠিন সব rule regulation দিয়ে ভরা। আমি আমার এই বাচ্চা লাইফে কখনোই rules মেনে চলতে চাই নি। যখন ইচ্ছে ঘুমোবো, সকালে যখন খুশি উঠবো। দম বন্ধ হয়ে গেলে কোথাও ছুটে যাওয়া, রাত দিন ফোনে ফ্রেন্ডদের সাথে বক বক করা,আমার অগোছালো দিন কাল ...... সব কিছু কোথায় যেন হারিয়ে গেল মনে হয়। খুব miss করি আমি বাংলাদেশ কে। তার চেয়েও বেশী miss করি ওখাঙ্কার মানুষ গুলোকে। জানি facebook এর বদৌলতে সব ফ্রেন্ডি আছে কাছে। কিন্তু তবুও...... আমার মাঝে সেই আমিত্বটি আর নেই। খুজে পেতে কষ্ট হয় সেই আমি টিকে ...
হাহাহা...পাগলের প্রালাপ বকেই যাচ্ছি। আমি অন্যান্য সব মানুষদের মতো বলি না যে খুব সাধারণ সব স্বপ্ন আমার। কারণ আমার স্বপ্নগুলো আসলেই অনেক বড় বড়। সপ্ন আমার আকাশ ছোঁয়ার... পাগলামী নয় সত্যি। পড়াশুনা করে NASA য় job করার আর বড় হয়ে Harvard university তে পড়ার খুব শখ আমার সেই বাচ্চাবেলা থাকেই। ফিজিক্স আর আসট্রোনোমি নিয়ে পড়াশুনা করতে খুব ভালো লাগে। খুব যখন খারাপ লাগে তখন কাগজ যা পাই আশে পাশে সব ছিঁড়ে ফেলি। তবে কাগজ গুলো হওয়া লাগে একদম ঝকঝকে। পুরোনো লেখা কাগজ হলে হবে না। হাহাহা। অনেক হাসি আমি আর কাঁদিও অনেক। খুব অকারণেই কষ্ট পেয়ে যাই। অনেক বক বক করি। কারণে তো বক বক করিই ... অকারণেও করি। আল্লাহর উপর অনেক বিশ্বাস আমার। আমি জানি তিনি আমাকে খুব জলদি এই বিচ্ছিরি UK থেকে বাংলাদেশে নিয়ে যাবেন। আম্মুকে এই পৃথিবীতে সবচেয়ে বেশী ভালোবাসি। সবচেয়ে বেশী। আম্মুর সব কথাই আমার জন্য অমৃত। নিজেকে আমি সব সময়েই একটা পুরোপুরি পাগল ভেবে এসেছি। এখনো ভাবি...... বাঁদরামী করার সুযোগ মেলেই আমি মহা খুশি... হাহাহা
এইতো... এই আমার আপন-কাহন...
ব্লগের সবাই ভালো থাকুন... আমার জন্য দুয়া করবেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





