অনেক দিন ধরে কোন ব্লগ পোস্ট দেয়া হয় না কোথাও। অনেক বেশী অলস হয়ে গিয়েছি। পড়াশুনা করতে একদম ইচ্ছে হচ্ছে না। শুধু তাই না, কিছুই করতে ইচ্ছে হচ্ছে না। মনে হয় যেন রাত দিন আমি রুমের একটা কোণায় বসে থাকি। লাইফ একদম মেটালিক হয়ে গেছে। সব কিছু একটা ফিক্সড সময় মেনে হচ্ছে। অনেকটা রোবোটিক হয়ে গেছি আমি।
এই কয়েকদিনে আমি নাকি কথা বলা অনেক কমিয়ে দিয়েছি। এটা আমার ফ্রেন্ডরা বলল।কি যে হচ্ছে আমার কে জানে। বাংলাদেশ কে অনেক মিস করছি। বিশেষ করে বাংলাদেশের সেই রিমিঝিমি বৃষ্টি। আমি খুব একটা বৃষ্টিতে ভেজার অনুমতি পেতাম না। সব সময়েই আম্মুর কথা শুনতে হত বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, নিউমোনিয়া হবে। আম্মু ইংল্যান্ডে চলে আসার পরের দিন গুলোতে খুব ভিজেছি সেই শ্রাবণের ধারায়। কিন্তু আমিও তো চলে আসলাম এখানে। খুব মিস করি সেই বরষা দিন গুলো। কি সুন্দর বাতাস হত, যেন আমায় সহ উড়িয়ে নিয়ে যাবে। ছাদে গিয়ে আমি আর আমার সব বড় কাজিনরা মিলে একটা গোল বৃত্ত বানিয়ে শুয়ে থাকতাম বৃষ্টির মাঝে। বৃত্তের কেন্দ্রে থাকতো আমার সবার পা। টুপ টাপ করে শ্রাবণধারা এসে পড়ত। কি শান্তি লাগতো। মনে হতো যেন প্রকৃতির সাথে একদম মিশেই গেছি। ইশশশ ... কি শান্তি ছিল মনে।
এখানে বৃষ্টি হয় না যে তা নয়। বৃষ্টি হয় ঠিকই। কিন্তু একটু আধটু হয়।তাও যে সেটা দেখে একটু মন ভরবে তা নয়। একদম কেমন যেন একটা যান্ত্রিক ছায়া চারপাশে। বৃষ্টির ফোঁটা গুলো গায়ে পড়লে মনে হয় যেন ধারালো ছুরি আমাকে কেটে ফালি ফালি করে ফেলছে। বৃষ্টির সময় আমি একদমই বের হতে চাই না। তবে তুষার পড়লে আমার খুব ভালো লাগে। আশে পাশে তাকালে যান্ত্রিক ভাবটা অতো চোখে পড়ে না। একটু হলেও চোখে শান্তি লাগে।
যাই হোক বৃষ্টি তুষার ... কিছুই যায় আসে না। একটা রোবোটিক লাইফে তো এমনিতেই আটকে আছি। ঝড়-বৃষ্টি হলেই কি না হলেই কি ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





