বুঝলাম না কবে থেকে জামায়াত-শিবির কে ইসসলামের ঠিকাদারি দেয়া হয়েছে?
বর্তমান অবন্থায় মনে হচ্ছে জামায়াত-শিবির=ইসলাম।
আমার কথা হইল ইসলাম নিয়া কোন বিদ্রুপ বা মোহাম্মদ (স
যেকোন মুসলমানকে কষ্ট দেয় এবং আঘাত করে। এর জন্য জামায়াত-শিবির হইতে হয় না।
যেকোন ধর্ম নিয়া বাড়াবাড়ি চলতে থাকলে এক সময় বড় ধরনের ঝামেলায় আমরা সবাই পড়ব।
আমি ভাই হনু ঘৃণা করি। এরাই ভেজাল। হুদাই নাই কামে চুলকানি দেয়।
তবে মানুষ হত্যা অত্যন্ত গর্হিত কাজ। এর সঠিক তদন্ত এবং বিচার চাই।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




