আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি, সাবেক জার্মান তারকা গার্ড মুলার বা ব্রাজিলের জিকো নন, এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি জাম্বিয়ার গডফ্রে চিতালুর! বৃহস্পতিবার জাম্বিয়ার ফুটবল কর্মকর্তারা এই দাবি জানান। দাবির স্বপক্ষে পুরনো রেকর্ড ও সংবাদপত্রে প্রকাশিত চিতালুর খবরের কাটিং নিয়ে শিগগিরই ফিফায় যোগাযোগ করতে যাচ্ছেন জাম্বিয়ান কর্মকর্তারা।
রোববার রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করে জার্মান লিজেন্ড গার্ড মুলারের ১৯৭২ সালে গড়া ৮৫ গোলের রেকর্ড ভাঙেন বার্সা তারকা মেসি। বুধবার কোপা ডেল রে’তে জোড়া গোলের সুবাদে মেসির এক বর্ষপঞ্জিকায় আর্জেন্টিনা সুপারস্টারের মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টি।
তবে মেসির গড়া এ রেকর্ড নিয়ে অমত প্রকাশ করেছে জাম্বিয়ান গবেষকরা। স্থানীয় ধারাভাষ্যকার মুসন্দা চিবুলু বার্তা সংস্থা এফপি’কে বলেন,‘১৯৭২ সালের ২৩ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বরের মধ্যে গডফ্রে চিতালু লিগ ম্যাচে ৪৯ গোল এবং আন্তর্জাতিক ও কাপ ম্যাচে ৫৮ গোল করেছিলেন। ওই মৌসুমে তার গোলের সংখ্যা ছিল ১০৭।’
জাতীয় আর্কাইভসের পাশাপাশি দৈনিক সংবাদপত্র ‘টাইমস অব জাম্বিয়া’ ও ‘দ্য জাম্বিয়া ডেইলি মেইল’ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে এ প্রমাণ পেয়েছেন চিবুলু ও তার অনুসারী গবেষক জেরি মুচিম্বা।
স্বীকৃতি আদায়ের লক্ষ্যে তথ্যপ্রমাণসহ ও চিতালুর গোলের তালিকা ফুটবলের গভর্নিং সংস্থা ফিফার কাছে জমা দিবে দক্ষিণ আফ্রিকার এই দেশটি। জাম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন মুখপাত্র এরিক মোয়ানজা বলেন,‘ফিফার কাছে এসব তথ্যপ্রমাণাদি আমরা নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।’
১৯৯৩ সালে সেনেগালের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে গ্যাবন উপকূলে বিমান দুর্ঘটনায় পুরো জাতীয় দলের সঙ্গে মারা যান চিতালু। সে সময় জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে বুধবার ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো দাবি করে, ১৯৭৯ সালে তাদের সাবেক খেলোয়াড় জিকো এক বছরে সর্বোচ্চ ৮৯টি গোল করেছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


