প্রায়ই সন্ধ্যার পর রাস্তায় হাটি বিশেষ করে পান্থপথের রোডটাতে। সকালে বাথরূমের কমোডে বসে আর এই হাটার সময়টাতেই নিজেকে একটু নিরাপদ ও একা ভাবি আমি । নিজের মাঝে সত্তবাদিতা ও আত্তবিশশাসটাও কেমন জানি বেড়ে যায়, পরিচ্ছন্ন বোধ হয় নিজেকে। চলার পথে বড় বড় দোকান আর সুউচ্চ টাওয়ারগুলোতে চোখ বুলিয়ে আর ছোট ছোট লিস্ট করি এটা কিনবো ওটা কিনবো অবশ্য প্রায়ই লিস্টটা বদলে যায় কারন পছন্দের জিনিশটা পরে খুজে পাই না। এভাবে অবশ্য আমার সব পছন্দই একে একে হারিয়ে যায়। আশে পাশের মানুষগুলোকে ভাবার চেস্টা করি আমি, প্রতেক মানুষের চলন, ভাবভঙ্গি খুবি ভাল লাগে আমার। এ সময়টাতে প্রচুর ভাবি আমি, নিজের কথা তো বটেই পারিপারশিক কথাগুলোও ভাবতে হয়। ভাবতে হয় পরিবার,বন্ধু,সমাজ,উল্টাপাল্টা জিনিশগুলোও। সময়েরপদচারনায় ধিরে ধিরে তরুন থেকে যুবকে পদারপনের নিশশাষ পাই, নিজের দায়বদ্ধতাগুলো প্রকটরুপে চেপে ধরে আমার মনের মাঝে। তারুন্নের খেয়ালিপনা সময়গুলোকে বাস্ত্যতার সুতয় আ্টকে রাখি এখন। দিনে দিনে বন্ধুদের কাছ থেকে দুররত্তটা একাকিই বেড়ে যায়, মা-বাবার প্রয়োজনীয়তা গভীরভাবে মনে পদচারনা করে,তাদের শেষ আশ্রয়ই তো আমি এটা ভাবতেই এতো দেরি!!!ধর্ম কর্ম পারত পক্ষে করিনা আমি। শুধু জানি ওপরে একজন আছে, যাকে সর্বদাই ভয় পাই আর অন্য সকল ধর্মকে অগাধ শ্রদ্ধা করি তবে নিজ ধর্মকে কখোনো ছোট করে নয়। মা-বাবার সেবাই এখন আমার কাছে মুল ধর্ম বা কর্ম বিবেচিত হয়। এখন আর কারও জন্য নির্ঘুম রাত কাতে না আমার, মনে পরে না কোনো মুখের কথা যা একবার না দেখলেই নয় তবুও মাঝে মাঝে যন্ত্রনা বাড়িয়ে দিলেও এ সময় আমার চোখের সামনে ভাসে আমার প্রতিবন্ধি চাচা আর খালার কথা যারা আমার অপেকখায় রয়েছে। নিজেকে প্রায়ই ডাস্টবিনের সাথে তুলনা করি, অজ্জস্র মিথ্যে আর চাপাবাজিতে প্রচন্ড দুর্গন্ধ সৃস্টি হয় এই শরীরটাতে, সবসময় চেস্টা করি মিত্থে কমিয়ে আনতে তবুও মিত্থেই আমাকে বারেবার অস্থির করে তলে। একদিকে ভাল যে কোন নেশাই কখনো আকৃষ্ট করে না আমায় আবার এর সাথে সাথে ইচ্ছাশক্তিও লোপ পাচ্ছে তার উপলোদ্ধি করছি আমি। অনেক ভালো বন্ধু থাকা সত্তেও তাদের মর্যাদা কখনো রাখতে পারিনি, এটা আমার ভূল তবে আমার কাজেই ওদের আমি পেয়েছি কৃতজ্ঞ চিত্তে যা অনেকেরি কল্পনার বস্তু। প্রচুর কস্ট হয় রাস্তার ভাসমান মানুষগুলর জন্ন্য, ভাবতাম ওদের জন্য কিছু করতেই হবে আর এখন নিজে ভারি নিজে বইতে পারি না।
সব ভাবার শেষে মনে হয় আমি কি একজন ভাল বন্ধু, একজন কর্তব্য পরায়ন ছেলে, কোনো ভালবাসাবিহীন প্রেমিক, সাধারন জনগনের একজন? নিরুপায় এই আমি কিছুই নই।।কিছু নেইও আমার।।আমার এক্টাই উত্তর এই আমি কিছুই জানিনা...(পাগল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




