কবি, তুমি চলে গেলে তোমায় খুজব বলে
তুমি চলে গেলে নতুন যুগের সূচনা হলে
তুমি চলে গেলে চির-শিশু চির-কিশোরের মতো
তুমি চলে গেলে বিদ্রোহীর মতো
কবি, তুমি ঘুমাও শান্তিতে ভালবাসার অশ্রু তোমায় ধুয়ে দেবে
তুমি ঘুমাও শান্তিতে তোমার কবর আজো শ্রদ্ধায় সিক্ত
তুমি ঘুমাও শান্তিতে, তোমার "সৃষ্টি সুখের উল্লাস" আমার প্রাণ যোগাবে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



