তোমার চোখেই প্রথম আমার রঙ্গিন স্বপ্ন বুনা
তোমার মুখেই সেদিন প্রথম জীবনের গান শোনা।
তোমার হাতেই পেলাম প্রথম ভালবাসার স্বাদ
চেয়েছিলাম মরতে তাই তোমার হাতে রেখে হাত।
তোমার ঠোটের দুষ্ট হাশি লজ্জা দিত আমায়
মানুষ তুমায় দেখবে বলে মুখ ডেকেছ জামায়
স্বপ্নে সুখের রাজ্যে হারিয়ে গেছি সাথে নিয়ে তুমায়।
স্বপ্নের মাঝে তোমায় নিয়ে দিয়েছি বহু পথ পারি
এক পেয়ালা বিষ চেয়েছি যেদিন তোমার বিদায়ে ছেড়েছি তোমার বাড়ি
অবসরে আজ হিসাব মেলাই জীবনের কোথায় পড়বে দাঁড়ি
অবচেতনে সুখ যেটুকু বিষাদ বুঝি তারই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




