পাখিটির গায়ে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন সব পালক।
যখন যে ক্ষমতায় সেই তখন প্রাণহীন এ যন্ত্রটির চালক।
সময়ের সাথে সে মিটিয়ে চলেছে তার মনিবের চাহিদা।
মুচকি হাসে যখন তার নামে স্লোগান তুলে মূর্খ এ জনতা।
হাহাকার তুলে কেঁদে কেঁদে ফিরে চারদিক
ফরিয়াদ করে দু হাত তুলে অভিযোগ করে বিধাতায়
একটি খুদিরাম কিংবা নজরুল দিয়ে কর একটু কৃপা
যে আসবে ঝড়ের বেগে গুড়িয়ে দিতে সব কপটতা
মানুষের তরে জীবন বিলিয়ে গান ধরবে দেশ মাতৃকার।
যে বলবে শির উঁচু করিয়া হিন্দু - মুসলিম, খৃস্টান ভাই ভাই
অপরাধী যেই হোক কবু তার ক্ষমা নাই।
দূর্বলেরে পাশে নিয়ে আদায় করবে শ্রমিকের অধিকার
রুগ্ন মানুষের সেবায় বিনীদ্র রজনী পোহাবে তার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




