গতকালের ঘটনা। দুপুরে মাত্রই খেয়েছি। ভাত ঘুম দেয়ার সময়। অফিসে ঘুমের সময় কই। বসে পেপার পড়ছি। এ সময়ে আমাদের আর্ট ডিরেক্টর রনি ভাই এসে বললেন, চলেন পান্থ বিদেশে চলে যাই। রনি বিদেশ যাোয়ার কথা বলছে। তাহলে ঘটনা নিশ্চয় গুরুতর। রনি ভাইয়ের দিকে তাকাই। রনি ভাই বলেন, এটা কোনো জীবন হলো। সকালে অফিসে আসো আর সন্ধ্যা গড়িয়ে ঝুপ করে রাত্রি নামলে বাসায় ফিরি, খেয়ে ঘুমায়। অফিস যেখানে ৫টা পর্যন্ত, সেখানে প্রতিদিনই ৮টা পর্যন্ত অফিস করছি। কিন্তু বেতন একই। বিদেশে ব্যাপারটি এমন নয়। বেশি শ্রম নিলে বেতন দেয়। চলেন, বিদেশ যাই।
আমাদের রনি ভাই এমন। মাঝে মাঝে এমন এমন গুরুতর বিষয় হাজির করে। যা আমরা সারাক্ষণ ভুলে থাকতে চাই।
রনি ভাই এর কথার পরে অনেকক্ষণ িবষয়টা মাথার মাঝে রয়ে গেল। সেই পুরনো প্রসঙ্গ এলো, এর নাম কি জীবন?
সারাক্ষণ অফিস আর বাসা। আর যেটুকু সময় হাতে পাোয়া তা কেটে যায় অফিস আর বাসায় যেতে আসতে।
আচ্ছা কতদিন আমি ঢাকার বাইরে, প্রকৃতির কাছাকাছি যাইনি? রনি ভাই তাই।
জীবিকার তাগিদে আমরা বন্দি আজ। আমাদের হাত-পা বাধা। তবে আমাদের মাঝে কিছু মুক্ত মানুষ আছে যারা ঘর থেকে প্রায়ই বেড়িয়ে পড়ে। প্রকৃতির টানে। ঘুরে আসতে দূরে কোথাো যখন-তখন। তাদের সালাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




