তির তির করে কাঁপছে শীতগ্রস্থ রাত
কামনামদির তোমার চোখের পাতার মত
জোছনার পেয়ালা উপুড় হয়ে গেছে
আর ঝরছে ঝরছে অবিরত
এবার তবে ঘুমের কথা হোক
বুকের ভেতর বালিশচাপা ওম
ভেঙে পড়ে দেহের আকাঠ ঘুম
ঘুমের ভেতর একটা বিকেল রাত হয়ে যায়
একটা হাতের রেখা জুড়ে নির্দ্বিধায়
সফেদ জলের কোলাহলে ভোর হয়ে যায়
ঘুমের ভেতর বালিশগুলো পাখি হয়ে যায়
এবার তবে ঘুমের কথা হোক
একা ঘরে ঘুম ভাঙলেই মনভাঙা শোক
তারচেয়ে এই বেয়াড়া রাত
মদের গেলাস জোছনানিনাদ
দিনগুলোতে ঘুমিয়ে থাকুক রাতজাগা চোখ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



