দারিদ্র্যের ভারে বৃদ্ধ হয়ে গেছে দেহ
কুব্জা হয়ে গেছে পৃষ্ঠের হাড়,
পাহাড় সম বোঝা আছে মাথায় আমার।
দুটি চোখ অসহায়, হতাশায় জ্যোতি
অস্পষ্ট হয়ে আছে, ক্লান্ত পদ গতি,
নিদ্রাহীন, অনাহারী, ক্লান্ত শ্রান্ত দেহ
সংসার কাঁধে আমার অর্থ শূন্য গৃহ।
অসহায় পিতা আমি উপেক্ষিত স্বামী
ক্ষুধার্ত জননী মোর, হে অন্তর্যামী! -
চাহিনা চরণে তোমার অর্থ-বৈভব
চাহি যে সত্য নিষ্ঠ শুদ্ধ অনুভব।
মৃত্যুরে নাহি ডোরি হতাশার কালে
আমারে রাখিও না নষ্ঠ ভ্রষ্টের দলে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




