অভাব তো আর ফুরায় না রে কুলায় না রে দেহে,
কেউ তো এসে বলে না রে আদর মাখা স্নেহে -
আছি আমি ভয় কিসে তোর ওঠ না খোকা ওঠ,
এমনি করে কাঁদিস কেন ফুলিয়ে দুটি ঠোঁট?
কি লাগবে তোর? জামা জুতা? বই, কলম না খাতা?
মেরেছে কেউ? কোথায় দেখি? বকেছে কি যা তা?
এমনি করে আর কাঁদিস নে কি লাগবে তোর বল
সব কিছু আজ কিনে দেব চল বাজারে চল।
এমন করে কেউ বলে না বাবার মত আজ
এখন আমার বছর জুড়ে সমস্ত দিন কাজ।
এখন শুধু চাইতে আসে পাইতে আমার কাছে,
উজাড় করে দিতেই যে হয় যতটুকই আছে।
সংসারের এই চাওয়ার মাঝে পাওয়ার ভাগ্য শেষ
বাবার মত নেই কোন জন চাওয়া পাওয়ায় বেশ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




