নাহি দিলে ঘর মোরে নাহি দিলে বাড়ি,
যেটুকু দিলে ঠাই নিলে কেন কাঁড়ি!
স্রোতে ভাসালে আমায় অসীম পথে
হাঁটালে নিশিদিন বেদনার সাথে।
এ মহা সংসারে রঙের মেলায়
আমারে রাখিলে না আনন্দের খেলায়।
যাহা চাই তাহা নাই যাহা কিছু ছিল
বুভুক্ষু উদরে তাহাও ফুরাল।
জ্বলন্ত চিতা যেন জ্বলছে প্রাণে
মরিবার মতো ঠাই পাবো কোন খানে?
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২২ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



